আমাদের কথা খুঁজে নিন

   

আসুন হাজ্জ করা বন্ধ করে দেই। সাউদি আরব এ যাওয়া বন্ধ করি।

কিছু দিন আগে বাংলদেশ এর বিভিান্ন মুসলিমদের মধ্যে অনেক আলাপ আলোচনা হয়েছিল DANISH পণ্য ব্যবহার না করার জন্য। প্রশ্ন হচ্ছে কেন? কারন কিছু danish cartoonist মুহাম্মদ (সাঃ) এর CARTOON এঁকেছে। facebook এ ঢুকলেই দেখা যেত "we bangladeshi are enough to teach Denmark government a good lesson by not using their products. come on muslim brothers let's get united and stand against denmark" এই পুরো ব্যাপারটা সবাই জানে। আমি এই নিয়ে কিছু বলব না। সপ্তাখানেক আগে ৮ বাংলাদেশির গলা কেটে ফেলে দেয়া হয় সাউদি আরবে।

এ নিয়ে ব্লগে এবং facebook এ প্রচুর লেখালেখি। অনেক মুসলমান উঠেপরে লেগে গেল শরীয়া আইনকে বাঁচাতে। কিন্তু সবার মুখে একই কথা "৮ বাঙ্গালির এভাবে গলা কেটে ফেলে দেয়া মোটেও মানবিক না"। পুরো ব্যাপারটা প্রচন্ড রকম এর অমানবিক। হয়ত বাঙ্গালি বলেই উনারা এটা করতে পেরেছেন আমেরিকা কিনবা অন্য কোন শক্তিশালী দেশ হলে তা করতে পারত না।

কিন্তু আমার মতে আমারা বাঙ্গালীরা যদি সবাই DENMARK এর বিরুদ্ধে রুখে দাড়াতে পারি তাহলে অবশই SAUDI ARABIA র বিরুদ্ধেও পারব। আসুন আমরা সবাই সাউদি আরবে যাওয়া বন্ধ করে দেই। হাজ্জ এ যাওয়া বন্ধ করে দেই। এতে saudi arabia র সরকার একটা ভাল শিক্ষা পাবে। কিন্তু মুসলমানগন এটা করতে চাইবে না।

এখন কোথায় গেল আপনাদের দেশপ্রেম? কোথায় গেল আপনাদের ethics? কি হল আপনার মানবতার? সামান্য cartoon নিয়ে যদি আপনারা এত লাফালাফি করতে পারেন তাহলে আপনার দেশ এর মানুষের উপর দিয়ে এত বড় ঘটনা ঘটে গেল তা নিয়ে এতটুকু করতে পারবেন না? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।