আমাদের কথা খুঁজে নিন

   

বৃষ্টির দিনে উচিৎ ছিল

সবটাই চাই। তুমি নয় খানিকটাই দিও,তাও না পারো তো-কিছুই চাইনা। তবুও সবটাই চাইতে চাই। চাইতে দিও.. সারাটা দিন বৃষ্টি ছিল ছিল ঝড়ো হাওয়া এমন দিনে উচিৎ ছিল তোমায় কাছে পাওয়া। উচিৎ ছিল তোমার পাশে বসে বাদাম খাওয়া জোড়ে না হোক গুন গুনিয়ে তোমারই গান গাওয়া। তোমায় নিয়ে দুহাত ধরে ছাদের উপর যেয়ে উচিৎ ছিল বৃষ্টিতে ভেজা আকাশ পানে চেয়ে। উচিৎ ছিল কতই কিছু বৃষ্টির এই দিনে সারাটা দিন বৃষ্টি আজি আমার প্রেমিক মনে। উচিৎ এর সুখটা এখন শুধু আমার ঘরে বাস আমি আর সুখ যেন একই কারাবাস। স্বচ্ছ কাঁচে ঝাপসা জ্বলে যাচ্ছে আঁকা ছবি সুখের কথা লিখছে বসে জীবন দুঃখী কবি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।