আমাদের কথা খুঁজে নিন

   

এ কেমন সরকারের স্ববিরোধী আইন?

জানতে ভালোবাসি,...তাই প্রশ্ন করি... শেয়ারবাজারের ধারাবাহিক দরপতন ঠেকাতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ নিয়ে গতকাল বুধবার দিনভর নানা ধরনের বৈঠক করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এসইসির চেয়ারম্যান বলেন, ‘পুঁজিবাজারে অপ্রদর্শিত অর্থ (কালোটাকা) বিনিয়োগ করা হলে ওই টাকার উৎস নিয়ে কোনো প্রশ্ন করা হবে না বলে এনবিআরের পক্ষ থেকে জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, ‘সরকারের সর্বোচ্চ পর্যায়ে আমার কথা হয়েছে। সরকার একটি স্থিতিশীল ও শক্তিশালী পুঁজিবাজার দেখতে চায় বলে আমাকে জানিয়েছেন।

এ জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ’ বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান ইতিবাচক মনোভাব প্রকাশ করে বলেছেন, শেয়ারবাজার নিয়ে তিনি অন্যদের চেয়ে কম উদ্বিগ্ন নন। যেসব মানুষ পুঁজি হারিয়েছেন, তাঁদের দুঃখ তিনি বোঝেন। আমার কথা হচ্ছেঃ সরকার আয়কর দেওয়ার জন্য সাধারণ নাগরিকদের উৎসাহ দেন আবার অন্যদিকে সাধারণ নাগরিক আয়কর প্রদান না করলে জেল জরিমানা হয় সেখানে অপ্রদর্শিত অর্থ বা কালোটাকা আয়কারী ব্যক্তিকে দেয়া হচ্ছে বিশেষ সুবিধা এবং তাদের কালোটাকাকে প্রকাশ্যে জায়েয করা হচ্ছে। কতো বিনিয়োগকারী এই পূজিঁবাজারে তাদের সর্বস্ব হারিয়েছেন, হারিয়েছেন তাদের সৎ ভাবে উপার্জিত পারিবারিক বা নিজেস্ব অর্থ অথচ সরকারের পূজিঁবাজারে উপর্যুপরি ব্যর্থতায় এখন অসৎ ব্যক্তিদের পূজিঁবাজারে ডাকা হচ্ছে।

>যে ব্যক্তি জীবনে অসৎ ভাবে আয়কর প্রদান না করে কালোটাকা বানিয়েছে সে কি করে পূজিঁবাজারে এসে সততার পরিচয় দিবেন? >কালোটাকা কি পারবেন দরপতন ঠেকাতে বা বাজার স্থিতিশীল করতে? >তাদের আয় করা কালোটাকা কি সরকারের নীতির চেয়েও শক্তিশালী? >সরকার কি কালোটাকা আয়ে আমাদেরকে উৎসাহী করছে না? >এটা কি সরকারের আরো একটি ভুল নীতি নয়? আমি জানি যারা পূজিঁবাজারে ক্ষতিগ্রস্থ হয়েছেন তারা হয়তো আমার সাথে একমত হবেন না। একবার ভেবে দেখুন এর মধ্যে এমন অনেক অসৎ ব্যক্তি হয়তো থাকবেন যারা পূর্বে পূজিঁবাজারে এসে সাধারণ বিনিয়োগকারীকে নিঃস্ব করেছেন, গড়েছেন কালোটাকার পাহাড় অথচ তারাই আবার সেই টাকাকেই এখন জায়েয করার সুবিধা পাচ্ছেন। হায় আমাদের কি দূর্ভাগ্য!!!যেখানে কালোটাকা উপার্জনকারীদের বিচার হবে সেখানে তাদের কে আবার পথ করে দেওয়া হয় আবার কালোটাকা উপার্জনের। এতো সরকারের ব্যর্থনীতি বা বর্থ্যতারই নামান্তর। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.