আমাদের কথা খুঁজে নিন

   

বন্ধুর নিকট টারজানের চিঠি

শান্তির লক্ষ্যে ঘুরে বেড়াই দোস্ত , কেমন আছিস ? আমি খুব ভালো আছি রে দোস্ত । তুই নিশ্চয়ই শুনে খুব অবাক হয়েছিস এই ব্যাকডেটেড জংগলে কি করে আমি এতো সুখে আছি? আরে শোন , এই গরমে আমার চাইতে আরামে আর কেউ নাই । এই ধর কাপড় চোপরের কোন ঝামেলাই নাই । পরলেই কি আর না পরলেই কি ? সারাক্ষন গায়ে বাতাস লাগাইয়া ঘুরা যায় । কেই কিচ্ছু মনে করে না।

তোদের শহরে তো আবার বাতাস বলতে কিচ্ছু নাই। তোরা এই মজা বুঝবিনা। তার উপরে তোরা এতো জিনিষ পইড়া থাকস কেমনে ? বুঝিনা ! তোর আর কি খবর ? নেটে পড়লাম তোদের এইখানে নাকি দ্রব্যমুল্যের মারাত্নক ঊর্ধ্বগতি ? তোরা বলে একবেলা খাস আর দুইবেলা রোযা রাখস? কথা কি সত্যি? শুইনা খুবই মর্মাহত হইলাম। আমার এই জঙ্গলে খালি খানি আর খানি রে দোস্ত । আঙ্গুর , আপেল , কলা কতো কি... তাও নিজের পাইড়া খাওয়া লাগেনা ।

দুইটা বান্দর প্রশিক্ষন দিয়া রাখছি । হাতের তুরি বাজানোর লগে লগে বান্দরে আইনা খানি দিয়া যায়। কি সুখরে বন্ধু না দেখলে বিশ্বাস করবিনা !! এরমাঝে শুনলাম ঢাকা শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতির নাকি চরম অবনতি হইছে? যখন তখন চুরি-ডাকাতি-খুন ? শুইন্না তো বন্ধু আমার শরীরের লোম খাড়া খাড়া ! তোরা বাইচ্চা আছোস কেমনে? কয়েকদিন আগে আমার এইখানেও বন্দুক হাতে কয়টা গুন্ডা ঢুকছিলো, আমি করলাম কি আমার পোষা বাঘরে দিয়া এমুন দাবড়ানি দিছি ! জন্মের মতো তাগো শিক্ষা হয়ে গেছে ! কি যুগ আইলো রে বন্ধু বাঘ রে বিশ্বাস করা যায় কিন্তু মানুষরে করা যায়না ! এই জন্যই তো বলি রে দোস্ত জঙ্গলে আয় সুখে থাকবি, আরামে থাকবি । তুই তো কথা শুনোছ না। কয়েকদিন আগে কি হইছে শোন, জঙ্গলে তো অনেক সুখে ছিলাম ।

ফেসবুকে একটা মেয়ের সাথে পরিচয়। পয়লা ফ্রেন্ডশিপ পড়ে প্রেম... ক্যান যে প্রেম করতে গেলাম ? প্রথম প্রথম আমার প্রোফাইল পিকচার দিছিলাম বুম্বের হিরু সালমান খানের ! সিম্বোলিক পিকচার বুঝছস ? ওই ব্যাটাও তো আমার মতো কাপর-চোপড় পড়েনা ! প্রেমের যখন কঠিন রুপ তখন আমি ঢালিউডের লিপিস্টিক হিরুর ছবি লাগাইলাম । যত যাই বলিস দেশপ্রেম বইলা একটা কথা আছে ! তাইতো দেশি পণ্য ব্যাবহার করা শুরু করলাম । কিন্তু এই ছবি দেইখা মাইয়া আমারে ‘খ্যাত’ কইয়া অপমান কইরা চইলা গেলো !!!! দুইডা দিন খুব কষ্টে আছিলাম রে দোস্ত । মনের দুঃখে খালি এই গাছ থাইক্কা ওই গাছে ওই ও ও ও ও ও ও ও ও ইয়ো কইরা কইরা ঝুলছি ।

কি কষ্টরে বন্ধু , না দেখলে বুঝবি না ! তখন গিয়া বুঝতে পারলাম, মেয়েদের মনের চাইতে আমাজানের বন অনেক ভালো । এখন অবশ্য আমি অনেক শান্তিতে আছি । তুইও চলে আয়। গরমে দুইডা দিন শান্তিতে থাকবি। দেখবি একবার আইলে আর যাইতে মন চাইবো না ।

ইতি তোর বন্ধু টারজান। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।