আমাদের কথা খুঁজে নিন

   

আর্নল্ড শোয়ার্জনেগারের ব্যাক্তিগত জাদুঘরের ভিতরের কিছু ছবি । চলুন ঘুরে আসি ।

নীল পাগলের দেশ থেকে বিশ্ব কাপানো আর্নল্ড শোয়ার্জনেগারকে চেনেনা এমন মানুষ খুজে পাওয়া যাবে না । বেশির ভাগ মানুষই চেনেন ‘দ্য টারমিনেটর’ ছবির নায়ক হিসেবে৷ ক্যালিফোর্নিয়ার গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করে রাজনীতিক হিসেবে পরিচিতি পেয়েছেন৷ প্রথম জীবনের ১৯টা বছর তিনি কাটিয়েছেন অস্ট্রিয়ায় দক্ষিণাঞ্চলের একটি শহরে, যার নাম থাল ৷ যে বাড়িতে তিনি জন্মেছেন সেটাকেই বানিয়েছেন তার একটা জাদুঘর, যেখানে শোয়ার্জনেগারের জীবনের বিভিন্ন স্মৃতিময় জিনিস রাখা আছে৷ শিশুকালে যে বিছানায় তিনি ঘুমিয়েছেন সেটা থেকে শুরু করে তাঁর ব্যায়াম করার ওজন এবং পরে গভর্নর থাকার সময়কার কিছু জিনিসপত্রও রয়েছে জাদু‍ঘরে ৷ এই বছরেরই জুলাইয়ে জাদুঘরের উদ্বোধন হয়৷ তবে শোয়ার্জনেগার সেখানে গেলেন এই শুক্রবার ৷ গভর্নরের দায়িত্ব ছাড়ার পর শোয়ার্জনেগার এখন নিজের জীবনী লেখার কাজ করছেন৷ আগামী বছরের অক্টোবরে বইটি প্রকাশের কথা রয়েছে৷ এবার চলুন দেখে আসি জাদুঘরের ভিতরকার কিছু ছবি । (মুলত সবই নেট থেকে পাওয়া ) এরপর যদি আরও ছবি পাই অবশ্যই প্রকাশ করব । ভাল লাগলে মন্তব্য করবেন । দেখার জন্য ধন্যবাদ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।