আমাদের কথা খুঁজে নিন

   

বিটিভি নাম কেনো বদলায় না? হওয়া উচিৎ মুজিব টিভি অথবা জিয়া টিভি...(যখন যে দল ক্ষমতায়..)

অনেকদিন পর আজ বাধ্য হয়ে বিটিভির সংবাদ দেখতে হলো , তখন চলছিলো বাংলাদেশ বনাম ওয়েষ্ট ইন্ডিজ এর মধ্যে উত্তেজনাপূর্ন ২০-২০ ক্রিকেট ম্যাচ, আমার ডিস লাইনে একমাত্র বিটিভি ছাড়া আর কোনো চ্যানেল খেলাটি দেখায়নি, খেলা ভালই দেখতেছিলাম, আটটা বাজতে চলছিলো ভাবছি আর ১২/১৫ টি বল আছে হয়তো নোটিশ দিবে খেলার পরপরই রাত ৮ টার সংবাদ প্রচারিত হবে কিন্তু কেনো নোটিস ছাড়াই শুরু হয়েগেলো সংবাদ... ঠিক হেড নিউজ গুলো বলার পরই কি ভেবে সংবাদ পাঠক বললো বিস্তারিত দেখবেন খেলার পর, শুনে অনেক আনন্দ পেলাম আর উত্তেজনাপূর্ন খেলাটি দারুন উপভোগ করতে লাগলাম আর বিটিভি কর্তৃপক্ষকে মনে মনে ধন্যবাদ দিতে লাগলাম...। কিন্তু বাংলাদেশ যখন জয়লাভ করলো তখন পরস্কার বিতরনী দেখার জন্য মনটা ছটফট করতে লাগলো তাই অপেক্ষা করতে লাগলাম কথন খবরটি শেষ হয়....আর তখনই বাধ্য হলাম খবরটি দেখতে...অনেক আগে দেখেছি বিটিভি শুধু সরকারের গুনগান গাইতো আর আজও তেমনই দেখলাম পুরো খবরে বিন্পি'র রোড মার্চের কুনো খবর নাই, শুধু আ.লীগের সরকারের খবর....বর্তমানে একটি আলোচিত বিষয় যেটা সবাইকে অবাক করে দিয়েছে সেই পদ্মা সেতুরও কোনো খবর নাই... বড়ই দুঃখ পেলাম , এই না হলো বিটিভির সায়ত্বশাষন....!!!! অনেক দুঃখ নিয়ে বলতে হয় বিটিভি'র সঙ্গে যে বাংলাদেশ নামটি আছে এটাকে বাদদিয়ে আ.লিগের সময় নাম দেয়া যেতে পারে মুজিব টিভি আর বিএনপি'র সময় সেটা জিয়া টিভি, দেশকে নিয়ে এমন না খেললে কি হয়না....?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।