আমাদের কথা খুঁজে নিন

   

বিটিভি সমাচার

"হার্টলেছ"

চাকুরি সুবাধে আমাকে প্রায়ই জাতীয় সংসদ ভবনে যেতে হয়। কারন আমাদের ডিভিশনাল অফিসটি জাতীয় সংসদ ভবনের লেভেল-৭ এ অবস্থিত। আর আমাদের অফিসই সংসদ ভবনের নির্মান, রক্ষনাবেক্ষন ও মেরামত করে থাকে। গত প্রায় ১ মাস আগে থেকেই জাতীয় সংসদ ভবনে চলছে ধোয়া-মোছা, রং করন, কাঠের ফার্নিচার ও দরজা সমূহে ফ্রেঞ্চ পলিশিং, নতুনভাবে ফার্নিচার সংযোজন বিয়োজন ইত্যাদি। প্রাণ ফিরে এসেছে ভবনটিতে।

কারন দীর্ঘ ২ বৎসর যাবৎ এই ভবনটি এক প্রকার নিস্তব্দতাই বিরাজ করেছে। যাই হোক, গত ২/৩ দিন আগে দেখলাম বিটিভির কর্মি বাহিনী তাদের বিশাল ক্যামেরা সমূহ নিয়ে ভবনে প্রবেশ করছে। মনে মনে ভাবলাম ওদের মনে হয় সুমতি হয়েছে। চৌদ্দ দলের মত চার দলের "ওথ" ও তারা সরাসরি সম্প্রচার করবে। কিন্তু আমার সেই আশায় গুড়েবালি।

বিভিটি আজকের চার দলীয় সাংসদদের শপথ অনুষ্ঠান প্রচার করলো না। প্রথমেই এক চোখা নীতি। এটাই কি আমাদের মাননীয় প্রধান মন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রথম পদক্ষেপ!!! আর বিটিভি ওরা কি চিরদিনই সরকারের খয়ের খাঁ হয়ে থাকবে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।