আমাদের কথা খুঁজে নিন

   

প্রেমবিষয়ক সনেট

শাফিক আফতাব----------- সুবাসিত সুবিন্যাস খোলাচুল ; যেন কৃষকের সোনালী আঁশ সোনারং রোদে চিক চিক ; ডারের মাথায়, পোহায় রোদ ; কৃষক আমি এক ; তাই দেখে ফুটে ওঠে মম প্রাণের প্রকাশ এবার অর্থ পাবো ; দৈন্যতা ঘুচবে, মনে জাগে এই প্রবোধ। তোমার পেলব বুক শিল্পকলার উচ্চতর লীলাভূমি, এর চেয়ে বৃহৎ বিদ্যাপিট পৃথিবীতে একটিও নেই ; তোমার শ্বাস পৃথিবীর শ্রেষ্ঠভাষার স্বর কিংবা ব্যঞ্জনধ্বনি, আমি এক মহান সুপুরুষ শুধু তোমাকে ভালোবেসেই। তোমার চোখে চোখ রেখে পাই পৃথিবীর শ্রেষ্ঠ বৃক্ষের ছায়া, এর চেয়ে নির্ভরতা আর সাত্ত্বনা কোথায় বলো পাবো ? তোমার স্পর্শে আর উত্তাপে ফোটে ভালোবাসা আর মায়া ; তোমাকে ছেড়ে বলো কোথায় আমি যাবো? মূলত আমি এক আবহমান কৃষক শুধু ফলাই ধান পাঠ করি তোমাকে নিত্য তুমি যে জীবন-অভিধান। ২৩.০৩.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.