আমাদের কথা খুঁজে নিন

   

গার্ল-ফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে কি করবেন ??? নিজেকে বাঁচান !!! (ডিজিটাল উপায়)

স্বার্থপরতাকে ঘৃণা করি তীব্রভাবে (পরিক্ষার যাতাকলে নিষ্পেষিত হইয়া অনেকদিন হলো ব্লগে আসি না । তাই আমার উপহার হিসেবে আপনাদের কাছে ইহা তুলিয়া ধরিলাম !! ) এক্স-গার্লফ্রেন্ড বড়ই তাজ্জব এবং গুরুত্বপুর্ণ শব্দ !! বাংলা কোন ডিকশনারিতে ইহার কোন শুদ্ধ পারিভাষিক না পেয়ে তাই এখানে তাই লিখছি । অনেকেই নাকি প্রেমে ছ্যাকা খেয়ে ব্যাকা হয়ে যান । তাদের জন্য জানাচ্ছি যে , আহারে ভাই এখনকার যুগ হচ্ছে ডিজিটাল যুগ আর তাই সব ধরণের ব্যাথা একটি প্রযুক্তিগত উপায়ে সমাধান করা উচিত !! আসুন , এমন একটি ঘটনা শেয়ার করি । গার্লফ্রেণ্ডের বিয়ে হয়ে যাচ্ছে !! তাই আপনার মন অতি খারাপ !! ধুর মিয়া , এতো টাইম আছে নাকি !! তারচেয়ে ঐ মূহূর্তে তাঁর পাশে থাকুন !! তাকে বুঝান যে, বিয়ে একটি অপরিহার্য অংশ তাই তা তাকে করতেই হবে । এরচেয়ে ভালো হয় তাকে আপনার মামাতো না খালাতো বোন বানিয়ে ফেলুন !! এখন ভাই-বোনের সম্পর্ক বজায় রেখে তাঁর সাথে কথা বলুন !! তাকে বলতে পারেন , "যা হবার তা হয়েছে এখন কথা হচ্ছে তুমি আমার ছোট বোনের দুলাভাই হবার জন্য প্রস্তুত হও !! " আপনার যে একটু কষ্ট হবে না তা নয় কিন্তু আপনি তখন একজন শিক্ষানবীশ বেকার মানুষ !! তাই মেনে নিন যা আছে কপালে !! যারা চাকুরী করছেন তাদের জন্য ইহা প্রযোজ্য নয় !! অসহায় আত্ম-সমর্পণের চেয়ে ইহাই উত্তম !! ও , আরেকটি কথা তাকে বলে দিন সে যেন জীবনেও তাঁর ভাবীকে (আপনার বৌকে) একথা না বলে যে একদা সে আপনার অনেক প্রিয় গার্লফ্রেন্ড ছিল !! তা হলে কিন্তু আপনার সর্বনাশ হয়ে যাবে জনাব !! এই পদ্ধতি যাদের মোটেও ভালো লাগেনি তাদের বলছি ইহা ফান করে বললেও এই ঘটনা কাল্পনিক নয় !! ইহা বাস্তব এবং ইহা আমার খুব খুব খুব কাছের কারো ঘটনা !! ধরে না হয় নিলেন এটা আমি বা আপনি !!! দেখুন ভাবুন তারপর আমাকে বলুন !!!!! এখানে এক্স লিখার কারণ যার বিয়ে ঠিক হয়ে গেছে সে আপনার প্রেমিকা নয় এই মূহূর্তে !! যারা অন্য কোন উপায়ে সুখি হতে পারবেন তারা ভালো থাকবেন আরো

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.