আমাদের কথা খুঁজে নিন

   

দেখেন আইস্যা তেলেসমাতি . . . যাহা বোলিবো, মিথ্যা বোলিবো!

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি। সরকার ব্যর্থ নয়, এই দাবী সরকার এবং সরকারের প্রধান, আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রীর। তাহলে কেন নীচের প্রশ্নগুলো পাবলিকের মনে উঠে আসছে এখন? কে জবাব দেবে এই প্রশ্নের?? নীতিনির্ধারক পর্যায়ের অযোগ্যরা যে সেই সম্ভাবনাগুলো ক্রমেই ধ্বংস করে দিচ্ছেন, সেটাই তো দুর্ভাবনা। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সোনার বাংলা হয়ে উঠবে -- এটাই তো প্রত্যাশা। সে কারণেই মানুষ ভোট দিয়েছে।

কিন্তু এত অযোগ্যতা, এত অপরিকল্পনা কেন গুরুত্বপূর্ণ সেক্টরে? প্রায় ২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে সত্য। কত হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে? কেন সরকারকে শত শত কোটি টাকা প্রতিদিন ব্যাংক থেকে লোন নিতে হচ্ছে? কেন পিডিবির প্রায় ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেল? কার অসততা, অনৈতিকতার দায়ে পদ্মা সেতুর কাজ আটকে গেল? সারা দেশের রাস্তাঘাটের এত করুণ অবস্থা কেন? তিস্তা চুক্তি হলে বাংলাদেশের পানি সমস্যার সমাধান হয়ে যাবে, এমনটা মনে করি না। চুক্তির আলোচনা এগিয়ে নেয়ার জন্যে নিউইয়র্কে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আপনার বৈঠক হতে পারে বলে ধারণা দেয়া হয়েছিল। কই, তেমন কোনো মিটিং তো দেখলাম না। কেন হলো না প্রত্যাশিত মিটিং? মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত আলোচনা হয়েছে বলে প্রথমদিকে জেনেছিলাম।

তারও কোনো ছবি বা বিস্তারিত কিছু জানা গেল না কেন? মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সঙ্গেও আপনার কোনো বৈঠক হলো না কেন? এমন কি একই অনুষ্ঠানে উপস্থিত থাকার পরও সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গেও আপনার কোনো মিটিং হলো না কেন? আপনার এই সফরটি কূটনৈতিকভাবে সফল না ব্যর্থ হিসেবে ইতিহাসে স্থান পাবে? ভারতের সঙ্গে নতুন করে সীমানা চিহ্নিত করে চুক্তি করা হয়েছে। ভারতের টেলিগ্রাফ পত্রিকার সংবাদ অনুযায়ী বাংলাদেশের জমির পরিমাণ কমে গেছে। ভারত পেয়েছে বেশি। মাননীয় প্রধানমন্ত্রী আপনারা বলার চেষ্টা করছেন বাংলাদেশ পেয়েছে বেশি। তাহলে প্রকৃত হিসাবটা প্রকাশ করছেন না কেন? ভারতের সঙ্গে সীমানা নির্ধারণের মতো এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গোপনে প্রশ্নবিদ্ধ দুজন উপদেষ্টাকে দিয়ে করানোটা কি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা দেখানো হলো? মাননীয় প্রধানমন্ত্রী আপনি আন্তর্জাতিক, আঞ্চলিক সন্ত্রাসবাদ নিয়ে কথা বলছেন।

কাজ করতে চাইছেন। ঠিক সেই সময়েই নারায়ণগঞ্জে সন্ত্রাসের গডফাদারের নতুন করে আত্মপ্রকাশ ঘটল। আপনার কথা আর কাজের মিল থাকল কতটা? ট্রানজিটের ফলে বাংলাদেশ কতভাবেই না লাভবান হবে! আর এখন দেখছি বিদ্যুৎ খাতের মতো ভারতকে দেয়া ট্রানজিটেও ভর্তুকি দিচ্ছে বাংলাদেশ!! ছিটকে পড়া জনগোষ্ঠীকে মাননীয় প্রধানমন্ত্রী মূলধারায় ফিরিয়ে আনতে চাইছেন। অথচ পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন করছেন না। আমাদের পররাষ্ট্র মন্ত্রী বলছেন ‘দেশে কোনো আদিবাসী নেই’।

এতে তো ছিটকে পড়া জনগোষ্ঠী আরো দূরে সরে গেল! তারা মূলধারায় ফিরবে কীভাবে? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.