আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বের সবচেয়ে কম গতির ট্রেন এখন মোহনগঞ্জে!

আমি একজন সাধারন মানুষ। বিশ্বের সবচেয়ে কম গতির ট্রেন এখন মোহনগঞ্জে! চীন বা জাপানের ট্রেন যখন ঘণ্টায় ৩০০ বা ততধিক কিলোমিটার গতিতে চলছে তখন নেত্রকোনার মোহনগঞ্জে ট্রেন ঘণ্টায় ১৫ কিলোমিটারের বেশি গতিতে চালাতে নিষেধ করেছে বাংলাদেশ রেলওয়ে। এর চেয়ে কম গতির যাত্রীবাহী ট্রেন বাংলাদেশে আর দ্বিতীয়টি নেই বলে জানা গেছে। ময়মনসিংহ-মোহনগঞ্জ রেলপথের নেত্রকোনা থেকে ঠাকুরাকোনা পর্যন্ত ১০ কিলোমিটার রেলপথে নির্দেশিত ওই গতিতে ট্রেন চলছে। এতে এই ১০ কিলোমিটার পথ পাড়ি দিতে ট্রেনের সময় লাগছে ৪০ মিনিট। বছরের পর বছর ধরে জরাজীর্ণ রেলপথ বেহাল দশায় রেল দুর্ঘটনা রোধে ট্রেন চলাচল প্রতি ঘণ্টায় ১৫ কিলোমিটারে বেঁধে দেয়া হয়েছে। রোববার রেলযাত্রী মোঃ আবদুল হালিম এবং মাহাবুব আলম সানি জানান, এত কম গতিতে চলার পরও মনে হচ্ছিল ট্রেন পড়ে যাচ্ছে, যেন পুলসিরাত পার হচ্ছি। ঘণ্টায় ১৫ কিলোমিটার গতিতে চলা মোহনগঞ্জের ট্রেনকে পৃথিবীতে সবচেয়ে কম গতির ট্রেন হিসেবে তারা আখ্যায়িত করেন। মোহনগঞ্জ ও জারিয়া রেলপথে এই মুহূর্তে বাস্তবায়নাধীন ১৭৪ কোটি টাকার প্রকল্পের নেত্রকোনা মোহনগঞ্জ অংশে রেললাইন পুনঃস্থাপনের কাজ চার মাস ধরে বন্ধ থাকায় রেলযাত্রীদের দুর্ভোগ কেবলই বাড়ছে। সূত্র

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.