আমাদের কথা খুঁজে নিন

   

প্যারানরমাল টিভি শো + আমার কিছু ভৌতিক অভিজ্ঞতা( একটি স্মৃতিচারণ মূলক পোস্ট)

বিষাদময় জীবন এগিয়ে যায় যুক্তিহীন মৃত্যুর দিকে !!! প্রিয় সহব্লগারগণ, অনেক দিন পর আবার লেখা নিয়ে আসলাম। আশা করি সবাই ভাল আছেন। এই পোস্টে মূলত আমার কিছু ভৌতিক অভিজ্ঞতা এবং এই সম্পর্কিত কিছু কথা শেয়ার করব। সাথে থাকবে আমার দেখা কিছু প্যারানরমাল টিভি শো এর সংক্ষিপ্ত পর্যালোচনা। আপনাদের যদি এমন কোন অভিজ্ঞতা থেকে থাকে তাহলে সেগুলোও শেয়ার করতে পারেন।

ভয় কম বেশি সবাই পায়, কিন্তু আমি একটু বেশিই পাই। ছোটবেলা থেকে অনেক ভীতু হলেও এখন আর অত ভয় পাই না। এখন একটা জিনিস ই ভয় লাগে। সেটা হল অন্ধকার যে কোন জায়গা। তবে সেটার ও সমাধান বের করে ফেলছি।

যেইখানেই যাই হাতে একটা চার্জার লাইট থাকে। যাই হোক এবার মূল কথায় আসি। প্যারানরমাল শো এর কথা বলতে গেলে ভৌতিস্ট দিয়েই আমার শুরু। গত বছর আগস্টে ওদের ট্রেইলার দেখি। কিন্তু শোনা শুরু করি কয়েক মাস পর থেকে।

প্রথম প্রথম শুনতে ভালই লাগতো। কিন্তু পরবর্তীতে কিছু আবালের উপস্থিতির কারনে বিরক্ত হয়ে শোনা ছেড়ে দিলাম। বাস্তবতা বা অবাস্তবতা বিচারের জন্য শুনতাম না। শুনতাম কাহিনী গুলো ভালো লাগত বলে। কিন্ত দিন যাওয়ার সাথে সাথে কাহিনীগুলোর মান নিম্নগামী হতে লাগলো।

ফলশ্রূতিতে এখন আর শোনাই হয় না। তবে ভৌতিস্ট টিম আসছিল এমন জানতে পারলে ডাউনলোড করে শুনে নেই। একটা কথা কেউ একমত হবেন কিনা জানি না, সম্ভবত ভীতুদেরই ভৌতিক ব্যাপার গুলোতে বেশি আগ্রহী হতে দেখা যায়। আমিও এর ব্যাতিক্রম না। আগে ভৌতিস্ট শুনতাম, মাঝে মাঝেই ওইখানে বিদেশী কিছু প্যারানরমাল টিভি শো এর নাম শুনতাম।

তখন আগ্রহ দেখাই নাই। কিন্তু ইদানিং আর ডাউনলোড করার মত কিছু না পেয়ে প্যারানরমাল টিভি শো গুলো ডাউনলোড শুরু করে দিলাম। এবং সত্যি বলতে কি- এদের প্রচারিত কাহিনীগুলোর সত্য কি না মিথ্যা জানি না, জানার প্রয়োজন ও মনে করি নাই কারন এগুলো আমার অত্যন্ত পছন্দ হয়েছে। বেশি ভাল(ভয়) লেগেছে স্কেয়ারিয়েস্ট প্লেসে'স অন আর্থ দেখে। এখানে মাঝে মাঝে একটা ভৌতিক কন্ঠ কাহিনীর বিভিন্ন পয়েন্টের বর্ণনা দেয় যেটা আসলেই অনেক ভয়ানক।

ঘোস্ট অ্যাডভেঞ্চারস ও ভাল লাগে। এরা নাকি কি কি শুনতে পায়, আবার দেখতেও পায়। আফসোস আমি প্রথম বারে খুব কমই ধরতে পেরেছি এরা কি শোনে বা দেখে। বুঝতে হয়েছে রিপ্লে দেখে। আর একটা শো ডাউনলোড করছি, নাম ঘোস্ট হান্টারস ।

এখনও ওইভাবে দেখা হয় নাই। এবার আসি আমার নিজের অভিজ্ঞতায়। এসব ব্যাপারে আমার অভিজ্ঞতা মাত্র দুইটা, এবং এগুলোকে মনে হয় ভৌতিক বলাও ঠিক হবে না। তারপর ও শেয়ার করা কারন অনেকে হয়ত এগুলোর ব্যাখ্যা দিতে পারবেন। আমার প্রথম ঘটনাটা মোটামুটি ছোটবেলায় ঘটে।

আমাদের বাসার সামনে একটা বিশাল মাঠ আছে। লোডশেডিং হলেই আমরা যারা বন্ধু-বান্ধব ছিলাম ওই মাঠে যে একসাথে বসে গল্প করতাম। বেশির ভাগ সময় লোডশেডিং হত পালা বদল করে, অর্থাৎ আমাদের লাইন গেলে মাঠের অন্য পাশের লাইন থাকতো। তবে মাঝে মাঝে দুই দিকেই লোডশেডিং হত। এইসময় পুরো মাঠ, এবং আশেপাশের এলাকা পুরোপুরি অন্ধকার হয়ে যেত।

এরকমই একদিনে আমরা সব বন্ধুরা বসে গল্প করছি। এমন সময় দেখতে পেলাম সাদা রঙের উজ্জ্বল কি যেন একটা একদম মাথার সামান্য উপর দিয়ে উড়ে গেল। জিনিস টা কোন পাখি না, কারন পাখি গা দিয়ে আলো বের হয় না। । ঘটনায় আকস্মিকতায় আমরা পুরোপুরি "থ"।

আমার দ্বিতীয় অভিজ্ঞতাটা আরো ছোট কিন্তু এটা আমার কাছে বেশি ভয় লেগেছে। এটা গত বছরের এরকম সময়েরই একটা ঘটনা। আমার বাসার সবাই ঢাকা গেছে, বাসায় আমি একা। সকালে ভার্সিটি যাওয়ার সময় বাসায় একজন কে রেখে গিয়েছিলাম। বিকালে ভার্সিটি থেকে এসে তাকে বিদায় দেই।

তারপর বাসার সব জানালা বন্ধ করি, আমার স্পষ্ট খেয়াল আছে। এরপর আমার পিসির সামনে বসি। হঠাৎ যেন কেমন একটা অনূভুতি হতে লাগল। বুঝে উঠতে পারছিলাম না কেন। হঠাৎ পিছনে ফিরে দেখি জানালার পর্দা কাপছে, আমার তখন পুরো কাপাকাপি অবস্থা।

তারপরেও সাহস করে এগিয়ে যাই। যেয়ে দেখি অবাক কান্ড- জানালা পুরোপুরি হাট করে খোলা। । আমি জানালা লাগিয়ে আবার আস্তে করে পিসির সামনে বসে পড়ি। যতক্ষন সজাগ ছিলাম পিছন দিকে ফিরেও তাকাই নাই।

আর একটা ঘটনা আছে, এইটাও খুব ছোটখাট । আমাদের পাশের বাড়িটা ছিল ২তলা। একতলায় কেউ থাকতো না। দুইতলায় উঠার সময় নিচেরতলায় ঢুকার সামনের দরজা দিয়ে যেতে হত। সমস্যা সেটা না, সমস্যা ছিল যখন একতলার দরজা টা খোলা থাকতো।

অই দরজার সামনে দিয়েই যেহেতু উঠতে হত, খোলা থাকলেই কেমন যেন একটা গা ছমছমে, স্যাঁতসেতে অনূভুতি হত। বলে বুঝানোর মত না। আরো কিছু ঘটনা আমার জানা আছে যেগুলো সত্যি কারন এগুলো এমন মানুষদের কাছে শোনা যারা এইসব ব্যাপার সরাসরি প্রত্যক্ষ করেছে। পরে হয়ত কোনদিন লিখব। *** এই পোস্ট লিখছি রাত সোয়া দুইটার সময়।

বিশেষ ভাবে উল্লেখ্য যে দ্বিতীয় ঘটনাটা এবং তার পরের অংশ আমি রাতে লিখার সাহস পাইনি । যারা একা থাকেন তারা হয়ত ব্যাপারটা বুঝবেন। পড়ার জন্য সবাইকে ভূতুরে ধন্যবাদ। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।