আমাদের কথা খুঁজে নিন

   

সৌদিতে আট বাংলাদেশী নাগরিকের মৃত্যুদন্ড-আমরা এই মানবধিকারবিহীন দেশটির প্রতি তীব্র ঘৃনা জানাই।

আদপে এই দেশটি আগে যেরকম বর্বর ছিলো,এখনো তেমনি রয়ে গেছে। শুধু মাঝখানে তেল খনিগুলোর মালিক হবার সুবাদে এরা একটা বিলাশবহুল জীবন কাটাবার সুযোগ পেয়ে যাচ্ছে। ব্লগ মারফত বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে নিশ্চয় আপনারা এতক্ষনে জেনে গেছেন আট হতভাগ্য বাংলাদেশীর কথা। আমাদের পররাস্ট্র মন্ত্রনালয় কি কাজটা করেন বসে বসে?কিছুদিন আগেই তো আরব আমিরাতে ১৭ জন ভারতীয় নাগরিকের মৃত্যুদন্ড হয় একজন মিশরী ও একজন পাকিস্তানীকে হত্যা করার দায়ে। কিন্তু ভারতীয় পররাস্ট্র মন্ত্রনালয় ও মিডিয়ার চাপে তা এখন পর্যন্ত স্থগিত আছে।

হায়রে পোড়ার দেশের নাগরিকরা,কি বেগোরেই না জীবনটা পশুবলির ন্যায় খোয়ালো। এই বর্বর গুলা তেল আবিস্কারের পুর্বে হ্বজ কাফেলা লুট করতো। আর হাজীরা হ্বজের সময় মক্কা যাবে এই আশায় তাদের ব্যবসা হবে,ঘর ভাড়া বাবদ নগদ কিছু পাবে এগুলো নিয়ে থাকতো। এমনকি পাকিস্তান আমলের প্রথমদিকে আরব মুয়াল্লেমরা নিজেরা হাজীদের নিয়ে যেতে আমাদের দেশে আসত। রীতিমত তারা হাজীদের বুঝাতো কে কত বেশী সুবিধা দিবে খাওয়া দাওয়া ও বাসার ব্যাপারে।

এই ছিল বর্বর গুলার কাহিনী। তারপরই তেল আবিস্কার হলো,আর তারা অঢেল টাকার মালিক হয়ে গেলো। কিন্তু বর্বর আচরন যেমন ব্যভিচার,উটের পিঠে বাচ্চাদের চাপিয়ে দৌড় প্রতিযোগিতা ইত্যাদি কখনো তারা বন্ধ করেনি। আমাদের মহানবী (সাঃ) বলেছিলেন,শ্রমিকের ঘাম শুকানোর আগে মজুরী পরিশোধ করতে। কিন্তু আজ তারা আমাদের শ্রমিকদের সাথে যে আচরন করছে তা সকলেই অবহিত।

আমি বলি না যে সকল আরবই খারাপ,কিন্তু যতটুকু জেনেছি তাতে দেখলাম বেশীরভাগই খারাপ। মুরব্বীরা বলতেন আরবদের কে গালমন্দ না করতে,কিন্তু আমি মহান আল্লাহ পাকের কাছে এই বর্বর জাতিটার জন্য অভিশাপ কামনা করছি। এরা ইহুদীর থেকে খারাপ। ইহুদী পর্যন্ত তাদের জাত ভাইকে কখনো অত্যাচার ও ঠকায় না। এদের হাতে ইসলাম আছে বলেই আজ ইসলামের এই দশা।

খেয়াল করে দেখবেন,ইস্রাইলের সাথে এইসব সৌদি,কুয়েতী,কাতার এগুলোর কোন দ্বন্দ নেই। এরা ফিলিস্তিনের পক্ষে কোন ভুমিকা নেয় না। আমাদের মুসলমানদের ভাগ্য ততদিন পরিবর্তন হবেনা,যতদিন এইসব ইহুদি আমেরিকার পা চাটা আরব শাসকবৃন্দের পরিবর্তন হবে না। আরব বিশ্বে গনতন্ত্র তাই আসলেই জরুরী। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.