আমাদের কথা খুঁজে নিন

   

সৌদিতে বৈধ হওয়ার সময় ২ মাস বাড়লো

রাজক্ষমা ঘোষণা করে সৌদি আরবে বসবাসরত অবৈধ অভিবাসীদের বৈধ হওয়ার জন্য সাত মাস বেঁধে দেওয়া হলেও অনেকেই এই সময়ে বৈধ হতে পারেননি। এদের জন্য আরও দুই মাস সময় বাড়িয়ে দিলো দেশটির সরকার।

আরব নিউজ জানিয়েছে, এই সময়ের মধ্যে তাদের বৈধ হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ দিয়েছে কর্তৃপক্ষ। দেশটির পাসপোর্ট দপ্তরের (জাওয়াজাত) পরিচালক মেজর জেনারেল সুলেইমান আল-ইয়াহ্‌ইয়া বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যুবরাজ মুহাম্মদ বিন নাইফ আগামী ১ মার্চের মধ্যে অবৈধ অভিবাসীদের কাগজপত্র সংশোধনের জন্য শ্রম মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, এর আগে রাজক্ষমা ঘোষণা করে অবৈধ অভিবাসীদের বৈধ হওয়ার জন্য সাত মাস সময় বেঁধে দিয়ে ৩ নভেম্বরের আগে এ প্রক্রিয়া সম্পন্ন করতে নির্দেশ দিয়েছিল কর্তৃপক্ষ। কিন্তু এই সময়ের মধ্যেও পুরো প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় আরও দুইমাস সময় বাড়ানোর এই সিদ্ধান্ত নিলো সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আরব নিউজ আরও জানিয়েছে, যেসব অভিবাসী বৈধ হওয়ার প্রক্রিয়া আংশিক শেষ করেছেন বা মধ্যপথে প্রক্রিয়া যাদের আটকে গেছে, সৌদি সরকারের এই ঘোষণা তাদের উদ্বেগ অনেকটাই কমিয়ে দেবে। বিশেষত আইনি প্রক্রিয়ায় যুক্ত হওয়ার পরও যারা গ্রেফতার, দণ্ডপ্রাপ্তি কিংবা স্বদেশে ফেরত পাঠানো হবে বলে উদ্বিগ্ন ছিলেন তারা সৌদি সরকারের এই সিদ্ধান্তে যথেষ্টই খুশি।

এর আগে কর্তৃপক্ষ হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিলো, যেসব অবৈধ অভিবাসী নিরাপত্তা বাহিনীর হাতে আটক হবে, তারা এক লাখ সৌদি রিয়াল অর্থদণ্ডসহ দুই বছর কারাদণ্ড ভোগ করতে পারে। 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.