আমাদের কথা খুঁজে নিন

   

সোমবার হরতাল ডাকছে জামায়াত, দিতে পারে মঙ্গলবারও

জামায়াতের সাবেক আমির গোলাম আযমের রায়ের দিন সোমবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিচ্ছে জামায়াতের ইসলামী। জামায়াতের একাধিক সূত্র থেকে এ তথ্য জানা গেছে। প্রসঙ্গত, এর আগে জামায়াতের তিন নেতা কাদের মোল্লা, দেলাওয়ার হোসাইন সাঈদী ও কামারুজ্জামানের রায়ে দিনও হরতাল দিয়েছিল স্বাধীনতা বিরোধী এই দলটি। স্বাধীনতা যুদ্ধে প্রত্যক্ষ বিরোধিতাকারী দল জামায়াতের দীর্ঘ দিনের আমির গোলাম আযমের রায়ের দিনও হরতাল দিচ্ছে এমনটি জানিয়েছেন জামায়াতের কয়েক জন নেতা। বিকাল নাগাদ এ ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে সূত্র।

এর আগে ৫ ফেব্রুয়ারি জামায়াতের সহকারী সেক্রেটারি কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ট্রাইবুনাল-২। রায়ের দিন হরতাল দেয় জামায়াত। রায়ের পরে একদিন হরতাল দেয়। এরপর ২৮ ফেব্রুয়ারি জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে ফাঁসির আদেশ দেয় ট্রাইব্যুনাল-১। সেদিনও হরতাল দেয় দলটি।

এরপর সারাদেশে টানা দুইদিন হরতাল দেয়। জামায়াতের আরেক সহকারী সেক্রেটারি কামারুজ্জামানকে ৯ মে ফাঁসির আদেশ দেন ট্রাইব্যুনাল-২। সেদিন বিএনপি নেতৃত্বধীন ১৮ দলীয় জোটের হরতাল থাকাই আলাদা হরতাল দেয়নি জামায়াত। কিন্তু ১২ মে সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল দেয় দলটি। এবারও সেই কর্মসূচি দিচ্ছে দলটি।

অর্থাৎ রায়ে দিন সোমবার হরতাল আর রায় পর্যালোচনা করে রায়ের পরদিন অর্থাৎ মঙ্গলবারও হরতাল দিতে পারে দলটি। Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।