আমাদের কথা খুঁজে নিন

   

চাটখিল নির্বাচন: ৩০ জুলাইয়ের মধ্যে রিট নিষ্পত্তি

প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ রোববার এই আদেশ দেয়।
বিচারপতি নাঈমা হায়দার নেতৃত্বাধীন বেঞ্চে ৩০ জুলাইয়ের মধ্যে এ রিটের নিষ্পত্তি করতে বলা হয়েছে আদেশে।
বেসরকারি ফলে নির্বাচিত মেয়র মোস্তফা কালামের পক্ষে শুনানি করেন ব্যরিস্টার মওদুদ আহমদ ও মাহবুব উদ্দিন খোকন।
গত ২৯ জুন নোয়াখালীর চাটখিল পৌরসভার উপ-নির্বাচনে মোস্তফা কালাম তালা প্রতীক নিয়ে তিন হাজার ৯২৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী জসিম তফাদার আনারস প্রতীক নিয়ে পান তিন হাজার ৭২৫ ভোট।


পরাজিত হওয়ার পর তিনি নির্বাচনে কারচুপির অভিযোগ আনেন। পরে নির্বাচনের গেজেট প্রকাশ স্থগিত চেয়ে তিনি গত ১ জুলাই এই রিট আবেদন করেন।
তার আবেদনের প্রেক্ষিতে গত ৭ জুলাই হাই কোর্ট চাটখিল পৌরসভার মেয়র পদে নির্বাচনের ফলের গেজেট প্রকাশে তিন মাসের নিষেধাজ্ঞা দেয়।
হাইকোর্টের ওই আদেশ স্থগিত করতে  নির্বাচিত মেয়র মোস্তফা কামাল আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে আবেদন করেন। চেম্বার আদালত গত ৯ জুলাই হাই কোর্টের আদেশ স্থগিত করে।

সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চও তা অব্যাহত রেখেছে।
ওই পৌরসভার ফলাফল ঘোষণার পরপরই বিজয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে উপজেলা সদরে সংঘর্ষ হয়। পরে পুলিশ ও র‌্যাব লাঠিপেটা ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গত ২৬ এপ্রিল সাবেক মেয়র সিরাজুল ইসলাম চৌধুরীর মৃত্যুর পর পদটি শূন্য হয়।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.