আমাদের কথা খুঁজে নিন

   

আইনস্টাইনের তত্ত্ব ভুল নয়, অসম্পূর্ণ

বিশ্ব চিনবে এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওসমান গণি ও মুসফিক আহমদকে আলোর বেগকে অতিক্রম করার ঘটনায় তোলপাড় বিশ্ব। এবং সেই অতিক্রমকারী বস্তু কণিকার নাম নিউট্রিনো। কিন্তু আজ থেকে ১১ বছর আগেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিÿক এবং গবেষক অধ্যাপক ওসমান গণি তালুকদার তার প্রকাশিত একটি বই এবং সংবাদ সম্মেলনে দাবি করেছিলেন, নিউট্রিনো নামের একটি বস্তু কনিকা আছে যা আইনস্টাইনের সূত্রকে মানছে না। ওই সময়ে সংবাদপত্রে প্রকাশিত সংবাদগুলো তার প্রমাণ। এতো ১১বছর আগের কথা।

ফলিত পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ওসমান গণি এবং পদার্থ বিজ্ঞান বিভাগের আরেক অবসরপ্রাপ্ত অধ্যাপক মুসফিক আহমদ দাবি করছেন যে, তাঁরা যৌথভাবে গ্যালিলিও, নিউটন, আইনস্টাইন এবং ডি-ব্রগলির ধারণার সমন্বয় ঘটাতে সÿম হয়েছেন। যার মাধ্যমে তাঁরা পেয়েছেন তিনটি সমীকরণ ও কিছু মৌলিক ধ্রæব সংখ্যা। আর এই সমীকরণ এবং ধ্রæব সংখ্যার দ্বারা পূর্ণতা লাভ করবে বা সম্প্রসারিত হবে আইনস্টাইনের রিলেটিভিটি মতবাদ। শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জুবেরি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে গবেষক ওসমান গণি এসব তথ্য জানান। তিনি আরও জানান, আগামী ডিসেম্বরে একটি আন্তর্জাতিক সেমিনারের মাধ্যমে তাঁরা এই দাবি প্রমাণিত করবেন।

এজন্য তিনি বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করেছেন। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে ওসমান গণি জানান, তিনি এবং মুসফিক আহমদ ১৯৯৬ সাল থেকে আইনস্টাইনের রিলেটিভিটি মতবাদ নিয়ে গবেষণা করে আসছেন। প্রথমদিকে তাঁরা বিষয়টি নিয়ে আলাদা আলাদা কাজ শুরু করেন। তবে একটা ব্যাপারে দুজনেই একমত ছিলেন যে, বস্তু কনিকার বেগ আলোর চেয়ে বেশি হতে পারে। পদার্থ বিজ্ঞানের কিছু বিদ্যমান তত্তে¡র ভিত্তিতেই তারা এই ধারণা পান।

এই ধারণাগুলো তাঁরা প্রবন্ধ আকারে বিভিন্ন জার্নালে পাঠালেও তা প্রকাশিত হয় নি। শেষ পর্যন্ত ওসমান গণি নিজ উদ্যোগে ২০০১ সালে ‘অ্যান অল্টারনেটিভ অ্যাপ্রোচ টু দ্যা রিলেটিভিটি’ শিরোনামে একটি বই প্রকাশ করেন। বইটি প্রকাশের সময় অধ্যাপক ওসমান গণি একটি সংবাদ সম্মেলন করেন। ওই সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, বস্তুর বেগ আলোর বেগের চেয়ে বেশি হতে পারে এবং নিউট্রিনোর কিছু ব্যবহার আইনস্টাইনের রিলেটিভিটির মতবাদকে লঙ্ঘন করে। দেশের শীর্ষ দুইটি দৈনিকে তাঁর এই বক্তব্য ছবিসহ প্রকাশিত হয়।

সম্প্রতি অধ্যাপক মুসফিক আহমদ ও অধ্যাপক ওসমান গণির বেশ কিছু প্রবন্ধ আর্ন্তজাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। সংবাদ সম্মেলনে এই দুই গবেষক যৌথভাবে ঘোষণা করেন, এ পর্যন্ত আইনস্টাইনের মতবাদগুলো ছিল অসম্পূর্ণ। কারণ, এসব বিষয়ে আইনস্টাইন পাঁচটি সমীকরণ এবং একটি মৌলিক ধ্রæব সংখ্যা দিয়ে গেছেন। কিন্তু তাদের নির্ণিত তিনটি সমীকরণ এবং কয়েকটি ধ্রæব সংখ্যার মাধ্যমে আইনস্টাইনের মতবাদ সমপ্রসারিত হবে এবং সেই সম্প্রসারিত রূপই একবিংশ শতাব্দিতে পদার্থ বিজ্ঞানের ভিত্তি হবে বলে তাঁরা দাবি করেন। সংবাদ সম্মেলনে অধ্যাপক মুসফিক আহমদ সম্পর্কে অধ্যাপক ওসমান গনি লিখিত বক্তব্যে বলেন, মুসফিক আহমদ আমার শিÿাগুরু।

আমাদের এই গবেষণা মূলত মুসফিক আহমদের একটি ও আমার নিজের একটি ধারণার উপর ভিত্তি করে। অধ্যাপক ওসমান গনি আরও বলেন, এর বাইরেও মুসফিক আহমদের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ধারণা আছে। যার মধ্যে তিনি একটির নাম দিয়েছেন, ‘রেসিপ্রোকাল সাইমেট্রি’। এ সংক্রান্ত বেশ কয়েকটি গবেষণা প্রবন্ধ ইতিমধ্যে আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। যার মধ্যে একটি প্রবন্ধ পর্যবেÿকরা অত্যন্ত উঁচুমানের প্রবন্ধ বলে মূল্যায়ন করেছেন।

সংবাদ সম্মেলনে দুই গবেষক ছাড়াও রাবি উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান, রেজিস্ট্রার এম এ বারী, প্রক্টর চৌধূরী মুহম্মদ জাকারিয়া, ছাত্র-উপদেষ্টা গোলাম সাব্বির সাত্তার তাপু, জনসংযোগ কর্মকর্তা চিত্তরঞ্জন মিশ্রসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান বলেন, আমার বিশ্বাস এই দুই গবেষক বিজ্ঞানের ÿেত্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বাংলাদেশকে একটি নতুন উচ্চতায় নিয়ে যেতে সÿম হবেন। গবেষণার কাজে তাদের সব ধরনের সহযোগিতা করা হবে বলেও উপাচার্য আশ্বাস দেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।