আমাদের কথা খুঁজে নিন

   

এবার নোকিয়ায় ৪১ মেগাপিক্সেল

নোকিয়া নিয়ে এসেছে লুমিয়া মোবাইল ফোনের নতুন সেট লুমিয়া ১০২০। এতে থাকছে ৪১ মেগাপিক্সেল ক্যামেরা। এক প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, শক্তিশালী ক্যামেরা থাকলেও নতুন লুমিয়া ১০২০ ফোনটি দেখতে অনেকটা ফ্যাশনেবল ও লুমিয়া ৯২০-এর থেকে বেশ পাতলা।
লুমিয়া ১০২০ সেটটিতে লুমিয়া ৯২০-এর মতোই  ৪.৫ ইঞ্চি স্কিন ও ১২৮০ বাই ৭৬০ রেজুলিউশন, ২ গিগাবাইট র‌্যাম ও একটি ডুয়ালকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন এস৪ চিপসেট রয়েছে।
ফোনটিতে ৪১-মেগাপিক্সেল সেন্সর থাকলেও ইমেজের ক্ষেত্রে তেমন কোনো প্রভাব দেখা যাবে না; বরং জুম করে ছবি তোলার ক্ষেত্রে তা কাজে লাগবে।
লুমিয়া ১০২০-এর ক্যামেরাটির জুম ফাংশনটি বেশ শক্তিশালী। প্রাকৃতিক আলো বা জিওন ফ্ল্যাশ ব্যবহার করে ডিজিটাল জুমের সাহায্যে পাঁচ থেকে ১০ ফিট দূরের ছোট বস্তুর প্রায় নিখুঁত ছবি তুলতে পারে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.