আমাদের কথা খুঁজে নিন

   

অ্যাশেজে আগুন

শেষ উইকেট জুটিতে ঘুরে দাঁড়ানোটাই যেন বিশেষত্ব হয়ে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়ার। প্রথম ইনিংসেও শেষ উইকেট জুটিতে ভর করেই অস্ট্রেলিয়া পেয়েছিল ৬৫ রানের লিড। দ্বিতীয় ইনিংসেও ঘটেছে একই ঘটনা। প্রায় হেরে যাওয়া ম্যাচটিতেও অস্ট্রেলিয়ার জয়ের আশা জেগেছে ৬০ রানের অবিচ্ছিন্ন শেষ উইকেট জুটির সুবাদে। আর মাত্র ২০টি রান করতে পারলেই দলকে স্মরণীয় এক জয় এনে দিতে পারবেন ব্রাড হ্যাডিন আর জেমস প্যাটিনসন।


জয়ের জন্য ১৩৭ রানের লক্ষ্য নিয়ে আজ পঞ্চম দিন শুরু করেছিলেন গতকালের দুই অপরাজিত ব্যাটসম্যান হ্যাডিন ও অ্যাশটন অ্যাগার। ধীরেসুস্থে ব্যাটিং করে দলকে জয়ের পথে নিয়ে যাওয়ার পরিকল্পনাই হয়তো ছিল তাঁদের। কিন্তু ইংলিশ পেসার জেমস অ্যান্ডরসনের আকস্মিক আঘাতে ছত্রভঙ্গ হয়ে যায় অস্ট্রেলিয়ান শিবির। একে একে ফিরে যান অ্যাগার, মিচেল স্টার্ক ও পিটার সিডল। শেষ ব্যাটসম্যান প্যাটিনসন যখন উইকেটে আসেন তখনও জয় থেকে ৮০ রান দূরে ছিল অস্ট্রেলিয়া।

ইংল্যান্ডের জয়টা মনে হচ্ছিল শুধু সময়েরই ব্যাপার মাত্র। কিন্তু শেষ উইকেটে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন হ্যাডিন আর প্যাটিনসন।
মধ্যাহ্নবিরতির দুই ওভার আগে বাউন্ডারিতে হ্যাডিনের একটি ক্যাচ মিস করেছেন স্টিভেন ফিন। শেষপর্যন্ত যদি জয়টা অধরা থেকে যায় তাহলে হয়তো অপরাধী হয়েই থাকতে হবে ফিনকে। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।