আমাদের কথা খুঁজে নিন

   

কল্পনাহীন বাস্তবতা

স্বপ্নেরা রংধনু হয়ে উড়ে বেড়ায় অজানা ঠিকানায়... অনেক প্রেমের গদ্য পড়েছি অনেক ইতিহাস পড়েছি। প্রেমিক প্রেমিকার মিলনের সাক্ষী হয়েছি ছেড়ে যাবার ব্যথা ঢাকায় হাত বুলিয়েছি। চোখের কোনের না পাওয়ার জল মুছিয়েছি। অনেক অনেক প্রেম দেখেছি। আর নিজের মনে সঙ্গোপনে তোমায় সাজিয়েছি।

মনের অজান্তেই তোমাকে ভালবেসেছি মনের অজান্তেই তোমাকে কল্পনায় এঁকেছি। মনের অজান্তেই তোমাকে নিজের করেছি। একলা হাসার ভাগ দিয়েছি,একলা হাটায় হাত ধরেছি মাঝ রাতের নীরবতায়,তোমার মনে ডাক দিয়েছি। সকাল বেলার অলসতায়,তোমায় ভেবে চোখ মেলেছি। স্বপ্নের ঘোরে বিভোর আমি এইভাবেই এতটা সময় কাটিয়ে, আজ বাস্তবের দ্বারে দাঁড়িয়ে নিজের শূণ্যতাকেই কেবল দেখছি বিষাক্ত জীবনের নির্যাসে পুড়ে পুড়ে ছাই হচ্ছি।

আজ কোথাও কেউ নেই আমার। কল্পনা গুলোও আজ বড্ড ক্লান্ত। ওরাও আজ আমার কেউ না। আসলেই কল্পনা কখনো বাস্তবে নামে না। নামতে পারে না।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.