আমাদের কথা খুঁজে নিন

   

জেনির প্রেমের সমাপ্তি আত্মহত্যা(কিছূ প্রশ্ন)

বিয়ের মাত্র ৫ মাসের মাথায় আত্মহত্যা করে সংসার জীবনের ইতি টানলেন স্কুলছাত্রী জেনি। ঘটনাটি ঘটেছে রাজশাহীর দুর্গাপুর উপজেলার কাশিমপুর গ্রামে। রোববার স্বামীর বাড়িতে ঘরের ভেতর জেনি গলায় শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে দুর্গাপুর থানা পুলিশ গতকাল তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করে। স্বামীর অব্যাহত নির্যাতনের কারণেই জেনী এই পথে পা বাড়িয়েছে বলে স্থানীয়রা ধারণা করেছে।

এ ঘটনায় এলাকাবাসী জেনির স্বামী আশরাফুলকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আত্মহত্যা প্ররোচনার অভিযোগে দুর্গাপুর থানায় জেনির পিতা শামসুল হক বাদী হয়ে একটি মামলা করেছেন। জেনির পরিবার ও পুলিশ সূত্রমতে, গত বছরের ১২ই অক্টোবর স্কুল থেকে বাড়ি ফেরার পথে উপজেলার কাঁঠালবাড়িয়া স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী ও বাঁশাইল গ্রামের শামসুল হকের কন্যা জেসমিন আক্তার জেনি প্রেমের টানে একই উপজেলার কাশিমপুর গ্রামের আশরাফুলের হাত ধরে পালিয়ে যায়। মেয়ে বাড়িতে না ফেরায় তাকে অপহরণ করা হয়েছে বলে এক সন্তানের জনক আশরাফুলের নামে দুর্গাপুর থানায় একটি মামলা হয়। অনেক খোঁজাখুঁজি করে দুর্গাপুর থানা পুলিশ নারায়ণগঞ্জ সদর থেকে জেনি ও আশরাফুলকে আটক করে।

আটকের পর জেনি পুলিশকে জানিয়েছিল, সে নিজের ইচ্ছায় আশরাফুলের হাত ধরে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পরে তারা দু’জনে বিয়েও করেছে। কিন্তু অপহরণ মামলা থাকায় পুলিশ তাদের দু’জনকেই আদালতে পাঠায়। আদালত জেনিকে তার পিতামাতার হেফাজতে দিয়ে আশরাফুলকে জেলহাজতে পাঠায়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।