আমাদের কথা খুঁজে নিন

   

পিরোজপুরে বিনামূল্যের বইসহ দুজন আটক

শনিবার রাতে উপজেলার ইকড়ি ইউনিয়নের ইকড়ি বাজার সংলগ্ন একটি খাল থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বই বোঝাই দুটি ট্রলার আটক করে পুলিশ।
এ সময় ট্রলার দুটির মালিককেও গ্রেপ্তার করা হয়।
এরা হলেন- মাদারীপুরের কালকিনি উপজেলার হুমায়ুন কবির সরদার ও মো. রতন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিংখালী  স্কুল এ্যান্ড  কলেজ থেকে ভ্যান বোঝাই করে ২০১০, ২০১১, ২০১২ ও ২০১৩ সালের বিপুল পরিমাণ পাঠ্যবই ভ্যানে করে ঘাটে এনে ট্রলারে তোলা হয়। বইগুলোতে ওই শিক্ষা প্রতিষ্ঠানের সিলমোহর আছে।


স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা ইকড়ি ইউনিয়নের চেয়ারম্যান তানভীর হোসেন বাবুর সহয়তায় পুলিশকে খবর দেয় এবং দুটি ট্রলার ও বই আটক করে।
এ সময় প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদের ভান্ডারিয়া উপজেলা শাখার সভাপতি আবুল বাশার বাদশা এসে বই ছাড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হন এবং পরে ঘটনাস্থল থেকে সটকে পড়েন।
ভান্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জসীম উদ্দীন ও উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে দুটি ট্রলারের মালিককে আটক করা হয়েছে। বইগুলোর আনুমানিক মূল্য ১০ লাখ টাকা।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের দুই এসআই।


ট্রলার মালিক হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, সিংখালী কলেজিয়েট স্কুলের অধ্যক্ষের কাছ থেকে তিনি বইগুলো কিনেছেন।
তবে সিংখালী কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ আবুল বশার বাদশা ওই বইগুলো তার প্রতিষ্ঠানের নয় বলে দাবি করেছেন।
তবে বইয়ের গায়ে তার প্রতিষ্ঠানের সিলমোহর থাকার ব্যাপারে কোন জবাব দিতে পারেননি অধ্যক্ষ।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.