আমাদের কথা খুঁজে নিন

   

আহারে হাসিনার(দেশটাতো ওনার পৈতৃক সুত্রে পাওয়া) বাংলাদেশ....... ।

গর্বিত আমি, জন্মেছি এদেশে....(বরিশালে) চিৎকার দিয়ে কাঁদতে ইচ্ছা করছে........ আমরা গরম গরম আলোচনা করি পারসোনা নিয়ে..........আসিফের মুক্তি নিয়ে.......... যুদ্ধাপরাধী নিয়ে........ কে কোন সময়ে কোন কোন বাল ছিড়ছিলো.........আর কে ফ্রেন্সকাট রাখছিলো.......তার গবেষনায়...........। আমরা মেতে আছি........তত্বাবধায়ক থাকবে কি থাকবেনা........কে ক্ষমতায় যাবে..........সামনে কে হবে আমাদের প্রভু.............সংবিধানকে কোন কোনায় রাখতে হবে.......কি দিয়ে পুজো করতে হবে এটাকে। সবাই আমরা অনেক ব্যাস্ত..........কিন্তু চুপে চাপে আমাদের জাতির বোন.......হাসিনা সরকার........যারা কিনা সংবাদমাধ্যমে শাকিবখানের মতো ভাব নিয়া মনমোহনকে দেখিয়ে দিয়েছিলো..............যে তোমরা তিস্তা দাওনি.........তাই ট্রানজিট বাদ.......... । শেখ হাসিনা সরকারের এমন অবস্থান দেখে আমরাও কিছুটা আশান্বিত হয়েছিলাম..যাইহোক......আমাদের দেশপ্রধানরা এবারের জন্য হলেও আমাদের কথা ভেবেছেন.......নিজেদের মেরুদন্ডটা সোজা রেখেছেন......। কিন্তু কিসের কি.......দ্যাখেন........ট্রানজিট না দেওয়াতেই এই অবস্থা.......... ট্রানজিটের মালামাল নিয়ে একের পর এক ভারতের জাহাজ বাংলাদেশে আসছে আশুগঞ্জ থেকে ফিরে:ট্রানজিটের মালামাল নিয়ে একের পর এক ভারতের জাহাজ বাংলাদেশে আসতে শুরু করেছে।

চলছে পন্য খালাস। ইতোমধ্যে একটি জাহাজের মালামাল সড়ক পথে ট্রাক দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় পৌছেছে। ট্রানজিটে কোন শুল্ক নেয়া হচ্ছে না এ নিয়ে নানা ক্রিয়া প্রতিক্রিয়া রয়েছে। আজ সোমবার সরেজমিন আশুগঞ্জ নৌবন্দর পরিদর্শন কালে দেখা গেছে, ভারতীয় জাহাজ হুবি ভাভা থেকে এখনো মালামাল ট্রাকে উঠানো হচ্ছে। ভারতীয় প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রকৌশলী ফারুক আহমেদ জানান, তাদের আরো দু’টি জাহাজ বাংলাদেশের জলসীমায় এসেছে।

খুব দ্রুত এগুলো থেকেও মালামাল আনলোড করা হবে। এিপুরায় সিমেন্ট কারখানায় ব্যবহারের জন্য সাড়ে ৩‘শ টন কেমিক্যাল নিয়ে লাল বাহাদুর শাস্ত্রি নামের আরো একটি ভারতীয় জাহাজ আশুগঞ্জ জল সীমানায় পৌছেছে। কারো কোন মাথাব্যাথা নাই.........খালেদা চিন্তায় ব্যাস্ত কিভাবে নির্বাচন হবে.....তারা ক্ষমতায় যাবে........আর কার কথা বলবো........সব দেশপ্রেমিক সবজান্তা শামসেররা মুখে তালা মেরে বেমালুম চুপ করে আছে.......... এর নামই মুক্তিযুদ্ধের প্রেরনা.........মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি........ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।