আমাদের কথা খুঁজে নিন

   

আমরা নগ্ন আর বিবস্ত্র হয়ে গেলাম

শাফিক আফতাব--------- চারটি ঘোড়া আকাশে শাঁই শাঁই উড়ছে, সাথে উড়ছে কিছু রঙিন মাছ, আর গাছেরা হয়েছে ফুলবতী কন্যা, মাছেরা ছাতা মাথায় বৃষ্টির দিনে হাঁটছে আর হাঁটছে, মানুষগুলো সব উলঙ্গ অঙ্গে উপাঙ্গে সমবেত হয়েছে ইংলিশরোডে। আর কেশবতী নারীরা সব নগ্নযুগল অহংকার নিয়ে ঝুলছে, কেউ খদ্দর সন্ধ্যান করছে র্ফামগেটের পরিত্যক্ত পার্কে, কেউ জাতীয় সংসদ এলাকায় কেউ আবার জাতীয় ঈদগাহমাঠের ফকিরদের আস্তানায়। পায়রার মতোন শহরের প্রতিটি খুপরিতে বাকবাকুম কুম সঙ্গীত ধরেছে কেউ, চুরুট খেতে গ্যসলাইট জ্বালিয়েছে প্রেমিকপুরুষগুচ্ছ। আমার মাথা চক্কর দিয়ে উঠলো, আমি কী স্বপ্ন দেখছি ? আবার দেখি ধবধবে আলোর সাদারোদদিন, আকাশে সূর্য নেই ; চাঁদ : আবার দেখি সূর্যের কিরণ নেই; ভেতরে বাস করছে এক পান্তাবুড়ি। চাঁদকেই সূর্য মনে হচ্ছে না তো ? কী এক ঘোরের মধ্যে সবকিছু আজ অসংলগ্ন মনে হচ্ছে আমার। মানুষের পড়ন থেকে বস্ত্র কেনো আলগোছে খুলে খুলে যাচ্ছে, আমি নিজের দিকে তাকালাম : দেখলাম, আমারও এক দীর্ঘ পাথরমাছ খাল খুঁজছে, দপ করে জ্বলে উঠতে উদ্যত হচ্ছে। আমরা এই শহরের মানুষ আজ কী পাপের ফলে নগ্ন আর বিবস্ত্র হয়ে গেলাম। ২৩.০৩.২০১৩

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.