আমাদের কথা খুঁজে নিন

   

মেজাজ চরম খারাপ এই সব অসংগতি, নগ্ন রাজনীতির নাটক আর নগ্ন রাজনীতিবিদ দের নগ্ন চাহিদা দেখে।



দেশের এমন অবস্হায় এই সব নিউজ দেখতে দেখতে মেজাজটা অনেক খারাপ হয়ে আছে। তাই অনেক দিন পর অনেক রাগে ব্লগে লিখতে আসলাম। আমার কিছু তেই মাথায় আসছে না এই সব আম জনতা ক্যামনে ডিমে তা দিয়ে বসে আছে। এই দুই মহিলা ত দেশটারে শেষ করে দিল। জামাত ত পুরানো অপরাধী কিন্তু এই দুই মহিলা ত দেশের নতুন অপরাধী এই দুই মহিলার দেশ দ্রোহিতার অপরাধে শাস্তি হওয়া দরকার।

এরা দেশের জন্য ভাবে না, দেশের মানুষের জন্য ভাবে না। সামান্য কিছু আওয়ামি, বি এন পি আর জামাত এর গুন্ডা দের জন্য সম্পূর্ণ দেশের এবং দেশের মানুসের জান মাল আজ হুমকির মুখে দারিয়ে আছে। আর দাদারা মুখিয়ে আছে বাংলাদেশ কে ক্যামনে সিকিম এর মত করে নেয়া যায়। আর আমরা আবাল আ>>>দা পাবলিক এই হাতে গোনা কিছু পালিত গুন্ডা পান্ডার কাছে নিজেদের বন্দী করে রেখেছে। আরে এই টা তোরা বুজত না যে এই আওয়ামি লীগ , বি এন পি এবং জামাতি রাজাকার দের কিছু পালিত গুন্ডা সাধারন জনগণের কাছে কিছুই না।

কারন অনেক উদাহরণ আছে বাংলার জনগণ একবার খেপলে এই হালারা ত কুল পাইব না পালানোর। কিসের শেখের বেটি, র, গোলাপি বেগম আর ফাঁকি জামাতি। এখনি সময় সাধারন জনগণের একতা হওয়ার এখনি সময় এদের কে প্রতিহত করার। তা না হলে আবার ৭১ এর থেকেও অনেক বেশি মুল্য দেয়ার জন্য রেডি থাকেন কারন তখন দেশ ছিল immature সেই জন্য হয়ত যা ক্ষতি হয়েছে কিছুটা পোষায় নেয়া গেছে কিন্তু এখন এই mature দেশে আবার তেমন কিছু হলে আর পোষানর উপায় থাকবে না। ৭১ এ ফাঁকি রা মেরেছে ১৪ তে মারবে ভারত দাদারা।

সমস্ত ব্লগার আওয়ামি করেন আর বিএনপি করেন আগে দেশ বাঁচান সবাই কে উদ্দিপ্ত করেন সবাই একসঙ্গে গলা মিলান। দয়া করে নিজেদের মধ্য কামড়া কামড়ি করবেন না আপনারা তো অল্প বিস্তর সবাই শিক্ষিত আপনারা যদি এমন করেন তাহলে অশিক্ষিত লোকজন কি করবে। দেশ বাঁচলে আপনি বাঁচবেন আর আপনি বাঁচলে দেশ এবং দল।
বাঁচামড়া নিয়ে যখন কথা সেখানে সবাইকে একত্র হয়ে লড়তে হবে। এই দুই মহিলার, এই দুই পরিবারের পারিবারিক রাজনীতি কে ইতিহাস করে দিয়ে দেশকে সমৃদ্ধি এবং শান্তির দিকে নেয়ার লড়াই করেন।





এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।