আমাদের কথা খুঁজে নিন

   

সবাইকে জানাই শারদীয় দূর্গা পূজার প্রীতি ও শুভেচ্ছ, আর এ নিয়ে দু'খানি কবিতা...

পূজো মানে এলো শরৎ, এলো হিমেল হাওয়া, পূজো মানে ছুটি আর ছুটিতে, চুটিয়ে পেমে করা... পূজো মানে নতুন জামা পরে, মা এর পায়ে অঞ্জলি দেওয়া, পূজো মানে ঢাকের তালে, মাকে কাছে পাওয়া, পূজো মানে একটু আড়াল হয়ে... হাতটি ধরে সারারাত ঠাকুর দেখা... পূজো মানে অনেক খুশি, অনেক আলো .... পূজোর দিনগুলি সবার কাটুক ভালো.... ------------------ পূজো মানেই পূজোর ক'দিন সব কাজ বন্ধ, পূজো মানেই সাতসকালে শিউলি ফুলের গন্ধ.. পূজো মানেই সন্ধ্যা বেলায় ঠাকুর দেখার ভীর, হইচই আর উৎসবে চারিদিকে অস্থির, পূজো মানেই পাঠশালাতে বাজলো ছটির ঘন্টা, পূজো এলেই ছেলেবেলায় পালিয়ে ফেরে মনটা। সবাইকে আবারো শারদীয় দূর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা। মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা ...তিনি যেন আমাদের সকলকেই ভালো রাখেন। ধন্যবাদ সবাইকে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৫৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.