আমাদের কথা খুঁজে নিন

   

নতুন করে বেচে উঠলাম। তোমাদের সবাইকে খুব ভালবাসি। সবাইকে...

নিজের মাঝেই আমি নিজে যেন হারিয়ে যাই বারবার। জিন্দেগী ফির না মিলেগী দোবারা দেখার পরে আজ খুব বেচা থাকতে ইচ্ছে করছে। পেছনের সকল বাধা অতিক্রম করে আজ মনে হচ্ছে আমাকে বেচে থাকতে হবে। আমি বেচে থাকতে পারবো। আজ আমার অ্যাকাউন্ট চেক করে দেখলাম আমার অ্যাকাউন্ট এ লোনের টাকা চলে আসছে।

আমার মনে হচ্ছে আমি বাতাশে ভাসছি। আর আমার বাইক কেনার পথ আরো এক ধাপ এগিয়ে গেছে। নিজেকে ভাল না বাসলেও আজ নিজেকে খুব ভালবাসতে ইচ্ছে করছে। আমি যদি সকাল পর্যন্ত বেচে থাকি তাহলে আজকের সকালটা আমার জন্য অন্যরকম হবে। আমি নিজেকে নিয়ে নতুন করে বাচার শ্বপ্ন দেখবো।

আমার অনেক ভাল বন্ধু আছে তাদের মধ্যে কয়েক জনের নাম উল্লেখ না করে পারছি না। তারা আমাকে সর্বদাই বলতো যে আমি নাকি খুব লড়াকু একটা ছেলে। আমি চাইলেই আমার জীবনে অনেক কিছু করতে পারবো। তাদের মধ্যে সাঈদ, সানি, লিজা, আয়েশা, নাঈম অন্যতম। তারা সর্বদাই আমাকে বলতো আমি যেন কখনো ভেঙ্গে না পরি।

আসলে মাঝে মাঝে আমি খুব ভেঙ্গে পরতাম। তখন তারাই আমাকে সাহস যোগাতো। এদের মধ্যে লিজা যে কিনা একাধারে আমার বিয়াইন (বোনের খালাতো ননদ), বোন, বন্ধু এবং আমার খুব ভাল একজন শুভাকাংখী। তার কথা বিশেষ ভাবে না বললেই না। সে সবসময় আমাকে বলতো, আমি তোমাকে অনেক ছোট হতে দেখেছি যখন তুমি অনেক কষ্টকরে, জীবনের সাথে লড়াই করে আজকের আই পর্যায়ে এসেছ।

তাহলে কে এখন তোমার বিজয়ের সময়ে হেরে যাবে। যখন তোমার হেরে যাবার কথা তখন তো হার স্বীকার করনি। তোমাদের সবাইকে খুব ভালবাসি। সবাইকে... প্রথম প্রকাশঃ আমার দিনকাল । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.