আমাদের কথা খুঁজে নিন

   

অসিম শুন্যতা নিয়ে তাই ফুটপাতে দাড়িয়ে আছি....

কষ্টে ছিল আইজুদ্দিন রাস্তায় চিকামেরে জানিয়ে ছিল সে ‘কষ্টে আছে আইজুদ্দিন...’ তার সে কষ্ট তখন বুঝিনি দেয়ালে তাকিয়ে বেকুবের মত হেসে ছিলাম, কষ্ট পেলে তা দেয়ালের কাছে প্রকাশ কেন? তার কি কেউ নেই!! অবিশ্বাস্য, এমনও হয়?? আমার পাশে দাড়ানো বন্ধুরাও খেকখেক করে হেসেছিল সেদিন কষ্টে আছে আইজুদ্দিন বেচারা আইজুদ্দিন... ...। এখন আইজুদ্দিন কোথায় আছে জানিনা, তবে ইদানিং নিজেকে নতুন করে আবিস্কার করছি... . আইজুদ্দিনের উত্তরসরি মনে হচ্ছে খুব। আমারও এখন কষ্টগুলি শোনার মত কেউ নেই, চারদিকে হাতড়ে দেখি শূন্যতার এক সমুদ্রে যেন নিমজ্জিত আমি, কত সহজে যে পর হয়ে গেলাম ! বিস্ময় প্রকাশের সময়ও পাইনি। এখন তাই ইচ্ছে হচ্ছে শুধু মাত্র বিশ্ববিদ্যালয়ের দেয়াল নয় সারা শহর জুড়ে চিকামারি কষ্টে আছি.. .. কষ্টে আছি.. .. কষ্টে আছি.. ..। এখন অবশ্য ঢাকার দেয়ালগুলিও দখল করে নিয়েছে বিজ্ঞাপনওয়ালারা, মন খারাপ করে দেখছি নারী-পুরুষের দাত বের করা কৃত্তিম হাসিযুক্ত ছবি দেয়াল জুড়ে! রঙিন পোষ্টারে ছেয়ে গেছে এশহর সাদাকালো আমার তাই দাড়াবার জায়গা নেই কোথাও অসিম শুন্যতা নিয়ে তাই ফুটপাতে দাড়িয়ে আছি। এত বড় শহরে এত মানুষের ভিড়ে একজন মানুষও নেই আমার আহা কি কষ্ট! একা থাকার একা পথ চলার!  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।