আমাদের কথা খুঁজে নিন

   

কামারুজ্জামানের ফাঁসি, জেলায় জেলায় আনন্দ

মানবতাবিরোধী অপরাধে বৃহস্পতিবার কামারুজ্জামানকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
জামালপুর প্রতিনিধি জানান, দুপুরে রায়ের খবর শোনার পর জেলা শহরে আনন্দ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বাকী বিল্লাহর নেতৃত্বে মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে দয়াময়ী চত্বরে শেষ হয়। সেখানে মিষ্টি বিতরণ করা হয়।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজনু, কোষাধ্যক্ষ মো. সুরুজ্জামান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু প্রমুখ।


আওয়ামী লীগ নেতাকর্মীরা এ সময় যুদ্ধাপরাধীর ফাঁসির রায় দ্রুত কার্যকর এবং অন্যান্য যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
একই সময় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে জামালপুর গণজাগরণ মঞ্চ।
কুড়িগ্রাম প্রতিনিধি জানান, রায়ের খবরে জেলা শহরে আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা কমান্ড, ঘাতক দালাল নির্মূল কমিটি, গণজাগরণ মঞ্চ, কুড়িগ্রাম উন্নয়ন ফোরাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ মুক্তিযুদ্ধের পক্ষের সর্বস্তরের জনগন আনন্দ মিছিল, সমাবেশ ও মিষ্টি বিতরণ করেছে।
পরে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ মো. জাফর আলী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, অ্যাডভোকেট আব্রাহাম লিংকন, আমান উদ্দিন মঞ্জু, শেখ বাবুল, অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, কাজিউল ইসলাম, শ্যাম ভৌমিক প্রমুখ।
ঝিনাইদহ প্রতিনিধি জানান, কামারুজ্জামানের ফাঁসির রায়কে স্বাগত জানিয়ে জেলা শহরে আওয়ামী লীগ নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছেন।


শহরের পায়রা চত্ত্বর থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর শহরের বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করা হয়।
শহরের পোস্ট অফিস মোড়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুর রশিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আক্কাচ আলী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির জেলা সাধারণ সম্পাদক লিয়াকত আলী, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক একরামুল হক লিকু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক সরওয়ার জাহান বাদশা, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম প্রমুখ।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ২২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.