আমাদের কথা খুঁজে নিন

   

তিস্তায় পানি না এলেও মেঘনায় ভারতীয় জাহাজ আসলো

আজকের Daily Star (30 Sep. 11) পত্রিকার রিপোর্ট দুটি দেখুন নীচের লিঙ্ক দুটি থেকেঃ প্রথম খবরঃ Click This Link দ্বিতীয় খবরঃ Click This Link প্রথম খবরটি অনুযায়ী ‘২০১০ এর অন্তর্দেশীয় নৌ ট্রানজিট প্রোটোকলের’ অধীনে প্রথমবারের মত বাংলাদেশ ভারতকে আশুগঞ্জ নদী বন্দর ব্যবহার করে কলকাতা থেকে আগরতলা পর্যন্ত পণ্য পরিবহনের অনুমতি দিয়েছে। আর সেই ধারাতেই গতকাল একটি ভারতীয় জাহাজ মেঘনা নদী দিয়ে বাংলাদেশে ঢুকল, আশুগঞ্জ বন্দরে মাল খালাস করল তারপর ট্রাক এ করে তা নিয়ে গেল আগরতলা। এতে করে কোন ফি নেয়া হয়নি কারণ হিসেবে বলা হয়েছে যে এটা এখনও “পরীক্ষামূলক” ভাবে চলছে (!) দ্বিতীয় রিপোর্টটি পড়লে বুঝবেন যে তিস্তায় সামান্য পানি পাওয়া এখন মরীচিকার মত। ৪৮% পানির মিষ্টি গল্প শুনেছিলাম। তারপর শুনলাম শ্রীমতী মমতা ২৫% পানি দেয়ার প্রস্তাব দিয়েছিলেন।

আর এই রিপোর্ট অনুযায়ী, সিকিম জেলা পরিদর্শনের পর সেখানকার পানির অভাবের(!) বিষয়টি দেখে তিনি কেন্দ্রীয় সরকারকে জানিয়েছেন তার চিন্তার কথা। তারমানে ধরে নেয়া যায় যে ২৫% পানি ছাড়ার বিষয়টিও এখন অনিশ্চিত। আজকের এই দুটি খবর পড়ে যা মনে হল, আমরা তিস্তায় পানি আনতে ব্যর্থ হলেও ট্রানজিট আদায় করতে ভারত সফল হয়েছে। ট্রানজিটের চুক্তি স্বাক্ষর না হলেও, “প্রটোকলের” সুবিধা নিয়ে তারা ঠিকই আমাদের নদী আর রাস্তা ব্যবহার শুরু করে দিয়েছে। আর আমরা বুঝেও না বুঝার ভান করছি, দেখেও না দেখার ভান করছি।

বিচিত্র আমরা !!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।