আমাদের কথা খুঁজে নিন

   

হাবল টেলিস্কোপের ছবি।

খুব কাছ থেকে ৩০০ কিঃমিঃ দর থেকে শনিকে প্রদক্ষিন করার সময় হাবলের তোলা শনির ছবি। ছবিতে শনির অনেক গুলো চঁাদকে শনিকে প্রদক্ষিন করা অবস্হায় দেখা যাচ্ছে। বড় অরেন্জ কালারের চাঁদ টাইটানকে (এটি বুধ গ্রহের চেয়ে বড়) েখা যাচ্ছে উপেরর ডান দিকে। বাম থেকে ডানে শনির চাঁদ এনসিলেডাস,(Enceladus),ডিয়ানো (Dione), এবং মিমাস (Mimas)। ছবিটি হাবলের ২ নাম্বার ওয়াইল্ড ফিল্ড্‌ প্যাল্নেটরী ক্যামেরা ব্যাবহার করে ২৪/০২/২০০৯ এ তোলা। ছবি সৌজন্যে নাসা এবং হাবল হেরেটিজ টিম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।