আমাদের কথা খুঁজে নিন

   

এমন নিষ্কলক ডাক শুনবে না কারো কাছে।

যেন এ এক পুরান খেলা । ধুলো ওড়ে, মাটির পথে।জেনো তুমি,আমি হাটি এই পথে এমন নিষ্কলক ডাক শুনবে না কারো কাছে, এমন পত্রপল্লব ভরা মাঠটাও পাবে না হেটে হেটে; সুদীর্ঘকাল আর মহাকাল যা আসুক পথ থেকে থেকে চর কিংবা বিরান জনপদে; নিশাচর নিষ্পাপ হাসি লাগবে না বুকে; এমন নিষ্কলক ডাক শুনবে না কারো কাছে। চলে যদি এসো পেয়ে যাবে মনের ভেতর নিজেকে। এমন নিষ্কলক ডাক শুনবে না কারো কাছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।