আমাদের কথা খুঁজে নিন

   

হাড়েরও ঘর খানি । বিশ্লেষন পাট -০৩

ইট কাঠের শহরে গ্রামের মানুষ আসে অভার অনটনের তাড়নায়। কিন্তু মন পড়ে থাকে গ্রামে। বুকের মধ্যে একাকি শোনে গ্রামের টান। ভালবাসার সংসার ভা্ঙ্গা মানুষ শোনে সংসার সুখের গান। সহজ কিন্তু নিস্তব্ধ সুখের ঢেউ তাদের তাড়া করে ফেরে।

এর পরে কবি ফুসে উঠেছেন দুরুন রোষে। পত্র পত্রিকায় প্রকাশিত খবরে ফলাও করে বলা হয় " বেওয়ারিশ" লাশের খবর। বেওয়ারিশ কাকে বলো, কার পরিচয়? বাংলার আকাশ চেনে,চেনে ওই জল আমার সাকিন জান নিশুতির তারা, চরের পাখিরা জানে পাড় ভাঙ্গা নদী আমি এই খুন মাখা মাটির ওয়ারিশ। জেলেদের আশ্রয়ে কবি অচেনা লাশ গুলো যে বেওয়ারিশ পরিচয় নয় তার প্রতিবাদ এখানে তুলে ধরেছন। আমি কি চেয়েছি এতো রক্তের দামে, এতো কষ্টের, এতো মৃত্যুর, এতো জখমের দামে, বিভ্রান্তির অপচয়ে ভরা এই ভাঙ্গা ঘরখানি? আমি কি চেয়েছি কুমির তাড়ায়ে বাঘের কবলে যেতে? কবি পরিতাপ করছেন।

অনেক ত্যাগ তিতীক্ষায় গড়া আমাদের এই বাংলাদেশের, ভাঙ্গা ঘরের মতোই । দেশের মানুষ যে স্বপ্ন নিয়ে একদিন ঝাপিয়ে পরেছিল বাংলাদেশ কে স্বাধীন করতে,বিলিয়ে দিয়েছিল প্রান অকাতরে সেই বাংলাদেশ আজ অর্ধ মৃত ভাঙ্গা ঘরের মতোই দাড়িয়ে আছে পৃথিবীর বুকে। মাথা উঁচু করে আত্ম সম্মান নিয়ে দাড়াঁতে পারেনি সবার সামনে। পাকিস্থানিদের কবল থেকে বাংলাদেশ রক্ষা পেল ঠিকই,কিন্তু যুদ্ধ পরবর্তীতে কিছু মানুষের সামান্য ভুলের কারনে আবার সে পতিত হল বাকশালের মতো একটি দলের একনায়ক তন্ত্রে। হাজার সিরাজ মরে হাজার মুজিব মরে হাজার তাহের মরে বেঁচে থাকে চাটুকার পা চটা কুকুর।

বেঁচে থাকে ঘুন পোকা,বেঁচে থাকে সাপ। ইতিহাসের অবর্তনই যেন এমন। সেই ১৮৫৭ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত ইতিহাস যেন একই ভাবে আবর্তিত হচ্ছে। যারা জাতির জন্য সবচেয়ে সাহসিকতার সাথে লড়েছেন তাদের ভাগ্যে ফুলের মালার পরিবর্তে জুটেছে ফাঁসির দড়ি। কেউ কেউ বুকে আগলে নিয়েছেন তপ্ত বুলেট।

এর শেষ কবে হবে? উত্তর জানা নেই। সবার চোখ ফাকি দিয়ে বেচেঁ থাকে চাটুকারের দল, সচেতন অপরাধী বুদ্ধিজীবি আর সুবিধাবাদি রাজনীতিবিদ। শেষ অংশে কবি বিসর্জন দেওয়া রক্তের দোহাই দিয়েছেন,গর্ভবতী নাড়ির দোহাই দিয়ে এই মাটিতে মৃত্যু এমন সহজ অপচয় থামাতে বলেছেন। কবির প্রার্থনা ছিল, জাতির রক্তে যেন সেই অনাবিল মমতা আসে,জাতির মানুষের মধ্যে সেই সততা আসে, যা আমাদের বাঙ্গালী সত্তার সহজাত প্রবৃত্তি সর্বকালের এবং সর্ব সময়ের। জাতির রক্ত ফের আনাবিল মমতা আসুক জাতির রক্তে ফের সুকঠোর সততা আসুক আসুক জাতির প্রানে সমতার সঠিক বাসনা ।

। (ধন্যবাদ) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।