আমাদের কথা খুঁজে নিন

   

প্রবেশ দ্বার (রুমির কবিতা)

বেচেঁ থাকার স্বাদ নিচ্ছি... আমরা যারা একটু আকটু কবিতা পড়ি মোটামুটি রুমি কে কম বেশি চিনে থাকি। রুমি সম্পর্কে নতুনদের তার জীবনের একটু খানি বলতে ইচ্ছে করছে । রুমি প্রথমদিকে একজন যাদরেল মাওলানা ছিলেন । ইসলামি চিন্তাবিদ । জন্ম আফগানস্থানে ।

তার জীবনের বড় ধরনের পরিবর্তন আসে তার যখন সামশেদ তাবরেজ এর সাথে পরিচয় হয় । সামশেদ তাবরেজ একজন দরবেশ ছিলেন । একজন ইংরেজ রাইটার তাকে ড্যন্সিং দরবেশ বলতেন, কারন সে পাগলের মতো রাস্তায় নেমে নেচে নেচে আল্লাহর জিকির করতো । অতি মুনশিরা তাকে পাগল আর উন্মদ মনে করে ব্যাবহার করতো । এরকম একজচন পাগলের প্রতি রুমি কিভাবে আকৃষ্ট হয় সেটা ভেবে পায় না মানুষ।

আস্তে আস্তে রুমি নিজেও পরিবর্তন হওয়া শুরু করে দিল । সব কিছু ছেরে ছুরে দিয়ে সে কবিতা লেখা আরম্ব করল । রুমির পীর তাবরেজ ছারা সো কোন কিছুতেই মনোযোগ দিতে পারেনা । তখন সবাই বলা শুরু করল রুমি পাগল হয়ে গেছে । মুলত তাবরেজের সাথে পরিচয় হবার পরই তার আধ্যত্বিক তথা সুফি জীবনের শুরু হয় ।

এভাবেই আরো একজন দরবেশ এর আবির্ভাব হওয়া শুরু করে । রুমিকে নিয়ে একটা বড় সরো পোস্ট দেয়ার সামনে ইচ্ছে আছে । ................................................................................ (রুমির এই কবিতাটি খুব ভালে লাগে আমার । তাই ভালো লাগা শেয়ার করলাম । প্রেমিক প্রেমিকার শ্পর্ষ কতো পরিচিত ও কোমল কিন্তু সে শ্পর্ষের প্রচন্ড শক্তি যে অবয়বের জন্ম দেয়, তার মাঝে লীন হয় অন্যান্য সকল আকার।

মনে রেখো এই যে অভয়াশ্রম তার প্রবেশ দ্বার তোমার ভিতরেই । সূর্যলোকে ধুলির নৃত্য দেখে আমরা অনুরুপ উজ্জল হতে চাই । কি সুর ধুলিকণা শুনে নাচে কেউ তা জানেনা । নৃত্যের জন্য আমাদের প্রত্যেকের মাঝে আছে একজন গোপন সূর সঙ্গী। ছন্দের অদ্ভুত খেলা, পথের যে গতি আমারা তা একাই জানি ও শুনতে পাই ।

মাহমুদের মতো শামসও রাজাধিরাজ, কিন্তু আমার মতো মুক্তা বিচূর্নকারী দরবেশ আয়াজ আর কেউ নেই  ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.