আমাদের কথা খুঁজে নিন

   

" ট্যুরিজম ডে এডভেঞ্চার ক্যাম্প "

২৭ ই সেপ্টেম্বর বিশ্বব্যাপি " বিশ্ব পর্যটন দিবস " হিসেবে পালিত হয় । এ উপলক্ষে আগামী ২৯ ও ৩০ সেপ্টেম্বর " ঢাকা ইউনিভার্সিটি ট্যুরিষ্ট সোসাইটি " ও " ভ্রমণ বাংলাদেশ " ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিয় খেলার মাঠে যৌথভাবে " ট্যুরিজম ডে এডভেঞ্চার ক্যাম্প " আয়োজন করেছে । এই এডভেঞ্চার ক্যাম্পে ফ্লিম শো , ক্যাম্প ফায়ার, তাবুতে রাত্রি যাপন, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ভ্রমণ বিষয়ক আলোকচিত্র প্রর্দশনী, ভ্রমণ বিষয়ক বই প্রর্দশন, ভ্রমণ ও এডভেঞ্চার প্রিয়দের ফুটবল ম্যাচ, আন্ডারওয়াটার ফটোগ্রাফী ও " টেকনাফ থেকে সেন্টমার্টিন "-পর্যন্ত ১৪ কিমি সাতাঁর সম্পূর্নকারী কে এম মুজিবর রহমানের আলোকচিত্র প্রর্দশনী ও ভিডিও প্রর্দশনী ও ভারতীয় হিমালয়ের ২০১৩৫ ফিট ষ্টোক কাংরি পাহাড় বিজয়ী ফজলে সাঈদ সৌম্যর সাথে অভিঞ্জতা বিনিময় । উক্ত ক্যাম্পে প্রায় ৭৫জন ভ্রমণ ও এডভেঞ্চার প্রিয়দের মিলনমেলা হবে । এই প্রর্দশনী সবার জন্য উন্মুক্ত থাকবে । আরো তথ্য !


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।