আমাদের কথা খুঁজে নিন

   

The Wow! Signal !!! মহাকাশের এক রহস্য, যার কিনারা করা যায়নি আজও !!!

নীল পাগলের দেশ থেকে একটি গ্রীস্মের রাত । সময়টা ১৯৭৭ সাল ১৫ই আগস্ট । আর দশটা রাতের মতোই সাধারণ । SETI (Search for Extraterrestrial Intelligence) যাদের মুল কাজ হলো গভীর মহাকাশের তরঙ্গ খোজা । এটি আমেরিকার ওহাইও রাজ্যে অবস্হিত ।

এখানে মুলত শিফট আকারে কর্মচারীগন কাজ করে থাকেন । হাজারো যন্ত্রপাতি ও মনিটরিং ডিভাইস নিয়ে এই অর্গানাইজেশন মহাকাশের বিভিন্ন তরঙ্গ নিয়ে পর্যালোচনা ও পর্যবেক্ষন করে থাকে । হয়তো কোনদিন দুর থেকে কোন এলিয়েন আমাদের বার্তা পাঠাবে এই আশায় । সেদিনের রাতটাও ছিল এমনই, Jerry Ehman তার স্বাভাবিক রুটিন চেক করে অলস সময় কাটাচ্ছিল মনিটরিং চেম্বারের সামনে, ঠিক তখনই ঘটল ঘটনাটা । হঠাৎ করেই তার মেশিনে ভেসে এল দুর মহাকাশের কোন তরঙ্গ যা কিনা একদমই অস্বাভাবিক, এ বেতার তরঙ্গ পূর্বে আর কোনদিনই কেউ পায়নি , স্তম্ভিত হয়ে পড়লেন, জেরি এহমান, পুরাই হতভম্ব ।

প্রায় ৭২ সেকেন্ড ধরে একটানা ভেসে এল সেই রহস্যময় তরঙ্গ । এমনকি তরঙ্গের সাথে যুক্ত ইনট্রিগেটেড প্রিন্ট মেশিনেও টাইপ হতে থাকল তরঙ্গের প্রিন্ট কপি, ৭২ সেকেন্ড পর শব্দ ও বন্ধ প্রিন্ট ও বন্ধ । জেরী এহমান প্রিন্ট কপিটি হাতে নিলেন এবং সাক্ষর করার বদলে লিখলেন ওয়াও !!! Wow !!! পরবর্তিতে সেই নামানুসারেই ঐ সিগন্যালটির নাম দেয়া হয় The Wow! Signal !!! মুলত, এর পর জেরী এহমান হাজারো চেষ্টা করেও ঐ সিগন্যালটি আর ধরতে পারেন নাই, আর কোনদিনও খুজে পাওয়া যায় নাই সেই রহস্যময় সিগন্যাল । শুধু তাই নয়, সিগন্যালটি কোড নিয়ে বিশ্বের অনেক বিঙানী আপ্রাণ চেষ্টা করেও এর মানে বের করতে পারেন নাই, যারা বের ও বা করেছেন, অন্যদের যুক্তির কাছে তাদের ব্যাখ্যা শেষ পর্যন্ত টিকে নাই । এভাবেই রহস্য থেকে যায় The Wow! Signal !!! এই সিগন্যাল নিয়ে পরবর্তীতে আরেকটি পোষ্ট দেবার ইচ্ছা আছে ।

ভাল লাগলে জানাবেন ধন্যবাদ । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।