আমাদের কথা খুঁজে নিন

   

প্রজাপতি

নিওন সাইনের আলো, সাপের মণির মতো মাথায় আগলে রেখে , দাঁড়িয়ে আছে সারি-সারি ল্যাম্প পোষ্ট গুলো বিনিদ্র প্রহরী যেন ,কালের সাক্ষী হয়ে । তারি আলো তলে খেলা চলে কত ছলে ,দেহপসারীরা প্রজাপতি সাজে অলিতে -গলিতে আর ঘুরে রাস্তার বাঁকে-বাঁকে । কি যাতনা সাধে ,নিজেকে পন্য করে সমাজের সমগ্র পুরুষকে, নারী জাতি আজ ঘরে -বাইরে কামনার আগুনে ধন্য করে । তাহলে কি নারী চিরকালই পন্য ? অন্ধকারে আর আলোতে প্রকাশিত -অপ্রকাশিত অতি নগন্য । হে ললনা ,আর নয় ছলনা নয় চোখের পানি , সিক্ত হয়েনা ,শিথিল করো শাড়ির বাঁধন , বার বার তুমি বিবস্ত্র হও আদিম খেলায় নিজেকে কর রত । দেখবে সমাজের রক্ত-মাংস পিপাসিত হায়েনার দলে ভিখিরি হয়ে যাবে ,তোমার করুনার পদতলে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.