আমাদের কথা খুঁজে নিন

   

কিং প্লানেট।

সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি,এটি এতই বড় যে এর ভিতরে একসাথে অনেকগুলো পৃথিবীর জায়গা হবে।এই গ্রহের দেখার মতো সুন্দর হলো এর গ্রেট রেড স্পট (Great red spot). এটি হলো বিশাল একটি ঘূনিজড় ( anti-cyclonic) এলাকা,এটি এতই বড় যে এর ভিতরে তিনটি পৃথিবী রাখা যাবে।মানুষ ৪০০ বছর ধরে দুরবিনের সাহায্যে নজর রাখছে।এটি গ্রহের দক্ষিন গোলাধের্ অবস্হিত।এই এলাকটি ঘড়ির (counterclockwise) উল্টোদিকে ঘুরে প্রতি ৬ দিনে একবার ঘোড়ে।ছবিতে ডানদিকের নীচের গোল বৃওটি গ্রেট রেড স্পট। ছবিটি 7" Meade Schmidt-Cassegrain telescope, CCD camera 9 exposures of 0.25 s at F/D 31 তোলা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।