আমাদের কথা খুঁজে নিন

   

ঝিনাইদহে চার ট্রাকে আগুন

ধান বোঝায় ট্রাকে আগুন দেয় জামায়াত শিবির।   রোবববার রাত দেড় টার দিকে তারা আগুন দিয়ে পালিয়ে যায়।
শৈলকূপা থানার  ওসি আনোয়ার হোসেন জানান, রোববার মধ্যরাতে  উপজেলার শেখপাড়া বাজারে অর্ধশতাধিক জামায়াত-শিবির কর্মী হঠাৎ হামলা চালিয়ে ট্রাকগুলোতে আগুন দেয়।
এর মধ্যে একটি ট্রাকের চালক লিয়াকত হোসেন জানান, রাত সাড়ে ১২টার দিকে একদল যুবক এসে তার ট্রাক লক্ষ্য করে গুলি করে। এ সময় তিনি আতঙ্কে ট্রাক থেকে নেমে সরে পড়েন।


হামলাকারীরা এরপর পেট্রোল ঢেলে ওই স্থানে থাকার চারটি ট্রাকে আগুন দেয়।  
এর মধ্যে একটি ট্রাকে কাঠ, একটিতে সিমেন্ট, একটিতে ধান এবং অন্য ট্রাকটি খালি ছিল বলে ওসি জানান।
আগুনে প্রতিটি ট্রাকের ইঞ্জিনসহ সামনের অংশ পুড়ে যায় বলে জানান তিনি।
এদিকে সোমবার সকালে হরতালের শুরুতেই কালিগঞ্জের বেগপাড়ায় তিনটি ট্রাক ভাংচুর করে শিবির কর্মীরা।
কালিগঞ্জের ওসি লিয়াকত হোসেন জানান, হরতালকারীরা ভাংচুর করে দ্রুত ওই এলাকা ত্যাগ করে।

ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।  
হরতালে ঝিনাইদহে দূর পাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে অধিকাংশ দোকানপাটও।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গোলাম আযমের বিরুদ্ধে একাত্তরের যুদ্ধাপরাধের মামলায় রায়ের দিন রাখায় সারা দেশে  এই হরতাল করছে জামায়াতে ইসলামী।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.