আমাদের কথা খুঁজে নিন

   

সবিনয়ে আমি এ দেশটার কাছে ক্ষমা চাই

গর্বিত আমি, জন্মেছি এদেশে....(বরিশালে) রাজনীতি নিয়ে কিছু লিখা বা পড়ার ধৈর্য্য আমার কাখোনোই ছিলনা বা নেই............। কিন্তু আজ সবুজ ভাইজানের এই লেখাটা পড়ে আসলেই চোখে পানি চলে আসলো........। আমরা আসলে কতটা অসহায়......আমাদের মা-বাবা কেউ নেই........মুরুব্বী যারা আছে তারা কেউ ভারতমাতা.......বা কেউ ফাকিস্তানের স্তুতিতে ব্যাস্ত। এই নিউইয়র্কে ৯২জনের বহর গিয়ে তারা মিলিয়ন মিলিয়ন দেশের টাকা উড়াচ্ছেন......আর হাসিনা যে এই তামাম পৃথিবীতে শান্তিতে নোবেলের একমাত্র উপযুক্ত, সেটার গলাবাজিই করছেন....... গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে জীবন বাজি রেখে লড়াই করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘বিশ্বশান্তি’ পুরস্কার দেওয়ার জন্য তিনি বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান। অর্থনীতিবিদ আবুল বারকাত বলেছেন, জঙ্গিবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো সারা বিশ্বের অন্য কোনো নেতা অবস্থান গ্রহণ করেননি।

এ কারণে শান্তির দূত হিসেবে শেখ হাসিনা আন্তর্জাতিক স্বীকৃতির যোগ্য দাবিদার। আমরা আসলেই একটা ধ্বজভংগ টাইপ জাতি..........সব কিছু সহ্য হয়ে যায়........। তারেক-কোকোর চুরি বাটপারি হজম হয়, শেয়ারবাজারের হাজারো কোটি লুটেও আমরা নির্বাক, আমাদের ঘরের মধ্যে দিয়ে প্রতিবেশির অবাধ যাতায়ত করবে.......উল্টা আমরা তাদের উঠতে বসতে সালাম দিবো, আমাদের ছেলেভুলানো গল্পে হাজারো মেগাওয়াট বিদ্যুত উৎপন্ন হবে.......কিন্তু তা ওই ম্যাডামদের বাথরুমের এসিই সব খেয়ে ফেলবে, আমাদের তেল-গ্যাসের দাম বাড়বেই কারন সবই তো উচ্চমুল্যে আর উচ্চঘুষের বিনিময়ে বিদেশীদের দিয়ে দেওয়া আমাদের বিদ্যুতের দাম অবশ্যই বাড়বে.........তানাহলে ওই বানিজ্যমন্ত্রীর ভাইয়ের......অমুকের শালার প্রতিষ্ঠিত বিদুৎ কোম্পানীগুলো মুনাফা করবে কিভাবে। আমাদের ইলিশ খাবো হাজার টাকায়......কিন্তু দাদারে দিবো উপঢৌকন হিসেবে.....আর তাদের ২০০টাকার পিয়াজ আমরা ৪০০টাকায় কিনতে বাধ্য..........। এখন পোষ্টের আসল কথায় আসি..........আমি জীবনে একটা মহা পাপ করছি.....যার অনুশোচনা আমাকে প্রতিনিয়তই পোড়ায়.........।

খালেদা পুত্রদের বিরামহীন দুনীর্তিতে আর গা-জোয়ারী রাজনীতিতে অতীষ্ট হয়ে নৌকায় নিশ্চিন্তে ভোটটা দিয়েছিলাম........... এখন সরকারের একেকটা নেগেটিভ নিউজ শুনি আর আমার বিবেক আমাকে গালি দেয়.........ওদের এইসব অপকমের্র দায়তো আমাকেও নিতে হবে........হয়তো ওদের হাজারো কোটিটাকার দুর্নিতী আর অনিয়মের কিছু অংশের পাপ অলরেডি আমার খাতায়ই জমা হয়ে গেছে। তাই আল্লাহর কাছে মাফ চাওয়ার পাশাপাশি আমি সমগ্র দেশের কাছে মাফ চাই......... এই ভুল দ্বিতীয়বার আর করতে চাইনা..........আমি চাইনা আর কারো পাপের ভাগীদার হতে.......সব দলের চেহারাই এথন আমাদের কাছে পরিষ্কার......আমি এজীবনে (বর্তমানে যেগুলি আছে) কোন রাজনৈতিক দলকেই আর ভোট দিবোনা........ এটাই আমার শপথ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.