আমাদের কথা খুঁজে নিন

   

না মাননীয় প্রধানমন্ত্রী, না মাননীয় সরকার, রাষ্ট্রযন্ত্র সবাই আপনাদের ক্ষমা করলেও আমি সহ কতিপয় ব্লগার আপনাদের কখোনোই ক্ষমা করবেনা

সামওয়ান উইল উইন দ্য রেস মাননীয় প্রধানমন্ত্রী আপনি বিশ্বব্যাপী শান্তির মডেল উপস্থাপন করে যাচ্ছেন। আল্লাহ্‌ যদি সহায় হয় ওনার রহমতে আগামীতে বাঙালী শান্তি নোবেল জয়ী-র সংখ্যা বাড়তেও পারে। আপনি এবং আপানার সরকার ক্ষমতায় এসেছেন প্রায় তিন বছর হতে চললো। সামনেই নিশ্চই ধুমধাম করে তিন বৎসর পূর্তীর অনুষ্ঠান হবে, আপনি জাতির উদ্দেশ্যে টিভিতে ভাষন দেবেন। আমরা হল ফাটিয়ে হাতে তালি দেবো।

আরেকটি সফল বছর আওয়ামী সরকারের...। মাননীয় প্রধানমন্ত্রী, গত নির্বাচনে জনগন আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছিল বিগত বিএনপি সরকারের সীমাহীন দূর্নীতেতে অতিষ্ঠ হয়ে। আপনাদের ক্ষমতায় আসার পিছনে ছিল যুব সমাজের বিশাল ভূমিকা, যারা স্বপ্ন দেখেছিল এদেশে যুদ্ধাপরাধীদের বিচার হবে অতিসত্বর। মানুষের চোখে স্বপ্ন ছিল দ্রব্যমূল্যের দাম, তেল-গ্যাসের দাম কমবে। পরিবহন ব্যবস্থার উন্নতি হবে, আমরা সুখে থাকবো...।

কিন্তু... মান্যবর, ক্ষমতায় কেউ চিরদিন থাকেনা, থাকতে পারেনা। আপনি আপনার সরকার কি দিয়েছেন দেশকে? রেডিও-টেলিভিশনের স্বায়ত্বশাসন? নিরপেক্ষ বিচার ব্যবস্থা? মানুষের জানমালের নিরাপত্তা? হে নেত্রী, আপনার সরকারের আমলেই যোগাযোগ ব্যবস্থায়, সড়ক নিরাপত্তায় আমরা দেখেছি যাচ্ছেতাই অবস্থা। অথচ আপনার কেবিনেট মন্ত্রী দাঁত কলিয়ে হেসেছেন। আপনার সরকারের আমলেই আপনি ছাত্রলীগকে নিয়ন্ত্রনে রাখতে ব্যর্থ হয়েছেন, আপনার সরকারের পুলিশ বাহীনি বুটের তলায় চেপে ধরেছে মানুষের বুক!! অথচ আপনার স্বরাষ্ট্র মন্ত্রী বলছেন আইন শৃংখলা পরিস্থিতি চমৎকার আছে। আপনার সরকারের আমলেই বাজার মূল্য নিয়ন্ত্রনে ব্যর্থ মন্ত্রী মহোদয় বলেছেন "লোকে কম খেলেই দ্রব্যমূল্য কমে যাবে!" আপনার অর্থমন্ত্রী মুহিত সাহেব শেয়ার বাজার ইস্যুতে ব্যর্থ! আমরা সাধারণ মানুষ মাননীয় প্রধানমন্ত্রী।

আমরা ধর্মভিত্তিক রাজনীতি দেখতে চাইনা, আমরা স্বাধীনতা বিরোধীদের মাৎকার, শীৎকার শুনতে চাইনা। অথচ আপনার, হ্যা আপনার ব্যর্থতার জন্য আমার, আমাদের মাথা নিচু হয়ে আসে!! মাননীয় প্রধানমন্ত্রী এখনো দু'বছর সময় আছে। প্রয়োজনে কেবিনেটকে নতুন করে সাজান। যুবসমাজ কি চায় ভেবে দেখুন, মানুষ কি চায় তা বিবেচনা করুন। নইলে আগামীতে আপনাদের ছুড়ে ফেলে দিয়ে কোন দূর্নীতিবাজ রাজপুত্র, কোন দেশবিরোধী রাজাকারদের ক্ষমতায় আনলে তার দায়ভার আপনাকে এবং আপনার সরকারকেই নিতে হবে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।