আমাদের কথা খুঁজে নিন

   

যারা তোয়াজ করে তারাই মন্ত্রিসভায় স্থান পায়: জলিল

বাঁচিতে চাহিনা এই নষ্ট ভুবনে...... আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য আব্দুল জলিল বলেছেন, ‘যারা যোগ্য, যারা নিজের দেশ ও অঞ্চলের কথা বলেন মন্ত্রিসভায় তাদের স্থান হয় না। যারা তোয়াজ করে চলে, নিজের গদি সংহত করে তারাই মন্ত্রিসভায় স্থান করে নেয়। ’ রোববার সন্ধ্যায় জাতীয় জাদুঘরে কবি সুফিয়া কামাল মিলনায়তনে নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট কাউন্সিল আয়োজিত উত্তরবঙ্গ উৎসবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘সত্য কথা বললেই অপরাধ। তাই আমি আর কথা বলি না।

ন্যায্য কথা বলাই দোষের। সত্য ও ন্যায্য কথা বললে কেউ পাশে দাঁড়ায় না। যখন আবার দু’একজন লোক আমার পাশে দাঁড়াবে তখন আবার আমি সত্য কথা বলব। ’ আব্দুল জলিল বলেন, ‘নিজের স্বার্থে রাজনীতি করিনি। তাই সত্য কথা বলতে কোনদিন ভয় পাইনি।

সংসদে আমি বেশ কয়েকবার সত্য প্রকাশ করেছি। কিন্তু প্রকাশ্য কোন সমর্থন পাইনি। পরে ব্যক্তিগতভাবে এসে প্রশংসা করে। কিন্তু সংসদে কোন কথাই বলে না। ’ তিনি আক্ষেপের স্বরে বলেন, ‘এখন ভেবে ছিলাম দেশটাকে সুন্দর করে গড়ে তুলবো।

কিন্তু সে সুযোগ কোথায়?’ রাজনীতিতে তার আর কিছু পাওয়ার নেই উল্লেখ করে আব্দুল জলিল বলেন, ‘৫০ বছর ধরে আমি রাজনীতিতে আছি। অনেক সম্মান পেয়েছি। কাউকে ভয় করিনি। আমার আর পাওয়ার কি আছে। ’ তিনি বলেন, ‘এখানে এসে এসব কথা বলছি।

বঙ্গবন্ধু কন্যা দেশে ফিরলে তার কাছে যাওয়ার জন্য কিছু লোক আমার বিরুদ্ধে বিভিন্ন কথা বলবে। আমি কিছু মনে করি না। আই ডোন্ট কেয়ার। ’ এ সময় উত্তর বঙ্গের সুবিধা বঞ্চিত মানুষেদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি। অনুষ্ঠানে নর্থ বেঙ্গল ডেভলপমেন্ট কাউন্সিল এর চেয়াম্যান প্রকৌশলী হাসেম খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী এমপি, ট্যারিফ কমিশনের চেয়াম্যান ড. মজিবর রহমান, ড্যাফোডিল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম লুৎফুর রহমান প্রমুখ।

খবরঃবাংলানিউজটোয়েন্টিফোর.কম  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।