আমাদের কথা খুঁজে নিন

   

তামুক খেলো কে ? আমার হাতে, ............

শাফিক আফতাব............. সারদিন বড় ধকল গেছে, যানজটের শহর ঢাকায় দীর্ঘ সময় রাস্তায় খরচ করে যখন আপন আলয়ে এসে অন্ধকারে গা এলিয়ে দিলাম, কে যেন তামুক খেয়ে গেলো আমার পেলবহাতে কে সেই ফুলপরি, পুষ্পমানবী, অনধিকারে আমার নির্জন কামরায় সংগোপণে প্রবেশ করে আমার হাতে তামুক খেয়ে গেলো, আমার চুমু খেয়ে গেলো, ঘরময় কামনার আবেশের ধোঁয়া দিয়ে মোহন করে গেলো। ঘুম ভেঙে গেলে দেখি, আমার হাতে তামুকের ঘ্রাণ, মুখে নেশার ঘোর, চোখে পুলকের আবেশ, হাতের আঙুলে স্পর্শের আনন্দ ঠোটেঁ কামনার নিঃসরিত রসের দাগ, এলোবিন্যাস চুলগুলো কাশবনলতা আমার বৈলামবৃক্ষের শাখায় আকাশ স্পর্শের উদ্যত আচরণ। কে সেই ফুলকুমারী ? বিনাভিসায় ঘরে ঢুকলো আমার আমার অন্দরমহল ঘুরে ঘুরে দেখলো, আঁধারের পর্দায় নগ্ন এই আমাকে দেখলো, তামুক খেলো কে ? আমার হাতে, ............ ১৫.০৭.২০১৩

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।