আমাদের কথা খুঁজে নিন

   

চিলির মরুতে রোভার অনুশীলন

জোয়ি নামে একটি রোভার সম্প্রতি পাড়ি দিয়েছে পৃথিবীর শুষ্কতম এলাকা চিলির আটাকামা মরুভূমি, যে স্থানের সঙ্গে মঙ্গলগ্রহের রূ² প্রকৃতির মিল রয়েছে। ইয়াহু নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, ভবিষ্যতে মঙ্গল মিশনের মহড়া হিসেবেই আটাকামাতে রোভারটি পাঠানো হয়েছিল।
আটাকামা মরুভূমিতে অতিবেগুনি রশ্মি ছাড়াও উচু এলাকায় ঠান্ডা বাতাস বয়ে চলে। এ ছাড়াও এখানে রয়েছে লাভাপ্রবাহ। সব মিলিয়ে এলাকাটি মোটেই জীবনধারণের উপযোগী নয়।

মঙ্গলগ্রহের আবহাওয়ার সঙ্গে মিল থাকায় এলাকাটিতে এ অনুশীলন চালানো হয়।
ড্রিল, ক্যামেরা, স্পেকটোমিটার এবং অন্যান্য প্রয়োজনীয় সেন্সর নিয়ে জোয়ি রোভারটি আটাকামাতে দুই সপ্তাহ অবস্থান করে। অবস্থানকালে জোয়ি আটাকামার মাটির উপর এবং অভ্যন্তরের নমুনা সংগ্রহ করে বিশ্লেষণ করে।
আটাকামায় পরিচালিত প্রকল্পটি নাসার আসটেপ প্রোগ্রামের অংশ ছিল। উন্নত প্রযুক্তি পরীক্ষা এবং মহাকাশ অভিযানের জন্য প্রকল্পটি হাতে নিয়েছিল তারা।

তিন বছরের এ প্রকল্পটি জুনের ২৯ তারিখে জোয়ি রোভারের দুই সপ্তাহের ভ্রমণের মাধ্যমে শেষ হয়েছে বলে জানিয়েছেন গবেষকরা।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.