আমাদের কথা খুঁজে নিন

   

শচীন আমাকে ভয় পেত: শোয়েব আকতার

অনেক বিশ্বসেরা বোলারই শচীন টেন্ডুলকারকে বল করতে অস্বস্তি বোধ করার কথা স্বীকার করেছেন। প্রায় ২১ বছরের ক্রিকেট ক্যারিয়ারে অনেক বোলারেরই নাভিশ্বাস তুলে দিয়েছেন ভারতের এই ব্যাটিং কিংবদন্তী। তবে এবার একেবারেই উল্টো কথা বলেছেন সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আকতার। শচীন টেন্ডুলকারই তাঁর বল খেলতে ভয় পেতেন বলে সদ্য প্রকাশিত নিজের আত্মজীবনীতে দাবি করেছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। এ ছাড়া আইপিএল চলাকালে শাহরুখ খান ও ললিত মোদি তাঁর সঙ্গে প্রতারণা করেছেন বলেও অভিযোগ করেছেন এই পাকিস্তানি পেসার।

২০১১ বিশ্বকাপের পর পরই আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গন থেকে বিদায় নিয়েছেন শোয়েব আকতার। অবসর নেওয়ার কয়েক মাসের মধ্যেই প্রকাশিত তাঁর এই আত্মজীবনীটি যে অনেক বিতর্ক তৈরি করবে, সেটাও খুব ভালোমতোই বুঝতে পেরেছেন তিনি। তবে অনেকের কাছে অপ্রিয় হলেও এগুলোই সত্য বলে দাবি শোয়েবের। তিনি বলেছেন, ‘সারা দুনিয়ার কাছে এটাকে খুবই বিতর্কিত বিষয় মনে হলেও এটাই সত্য। পাকিস্তানি ক্রিকেটকে নিয়ে অনেক কটুকথা আমাকে শুনতে হয়েছে।

যেটা খুবই দুঃখজনক। এখন মানুষের জানা উচিত যে আমরা কী ধরনের পরিস্থিতি অতিক্রম করেছি এবং কেন এ রকম একটা অবস্থায় এসেছি। ’ পাকিস্তানি ক্রিকেটের এই দৈন্যদশার কারণ শনাক্ত করতে গিয়ে অনেক পাকিস্তানি ও আন্তর্জাতিক ক্রিকেটার, কোচ, নির্বাচক, গণমাধ্যমের কড়া সমালোচনা করেছেন শোয়েব। এমনকি ছেড়ে কথা বলেননি পাকিস্তানের সাবেক রাষ্ট্রপতি পারভেজ মোশাররফকেও। এত কিছুর পর এখন কিছুটা উদ্বিগ্ন বোধ করছেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘না, আমি মোটেও উদ্বিগ্ন নই।

এটাই সত্যি। আর সত্য বলতে কেউ ভয় পাবে কেন?’— টাইমস নিউজ নেটওয়ার্কঅনেক বিশ্বসেরা বোলারই শচীন টেন্ডুলকারকে বল করতে অস্বস্তি বোধ করার কথা স্বীকার করেছেন। প্রায় ২১ বছরের ক্রিকেট ক্যারিয়ারে অনেক বোলারেরই নাভিশ্বাস তুলে দিয়েছেন ভারতের এই ব্যাটিং কিংবদন্তী। তবে এবার একেবারেই উল্টো কথা বলেছেন সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আকতার। শচীন টেন্ডুলকারই তাঁর বল খেলতে ভয় পেতেন বলে সদ্য প্রকাশিত নিজের আত্মজীবনীতে দাবি করেছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।

এ ছাড়া আইপিএল চলাকালে শাহরুখ খান ও ললিত মোদি তাঁর সঙ্গে প্রতারণা করেছেন বলেও অভিযোগ করেছেন এই পাকিস্তানি পেসার। ২০১১ বিশ্বকাপের পর পরই আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গন থেকে বিদায় নিয়েছেন শোয়েব আকতার। অবসর নেওয়ার কয়েক মাসের মধ্যেই প্রকাশিত তাঁর এই আত্মজীবনীটি যে অনেক বিতর্ক তৈরি করবে, সেটাও খুব ভালোমতোই বুঝতে পেরেছেন তিনি। তবে অনেকের কাছে অপ্রিয় হলেও এগুলোই সত্য বলে দাবি শোয়েবের। তিনি বলেছেন, ‘সারা দুনিয়ার কাছে এটাকে খুবই বিতর্কিত বিষয় মনে হলেও এটাই সত্য।

পাকিস্তানি ক্রিকেটকে নিয়ে অনেক কটুকথা আমাকে শুনতে হয়েছে। যেটা খুবই দুঃখজনক। এখন মানুষের জানা উচিত যে আমরা কী ধরনের পরিস্থিতি অতিক্রম করেছি এবং কেন এ রকম একটা অবস্থায় এসেছি। ’ পাকিস্তানি ক্রিকেটের এই দৈন্যদশার কারণ শনাক্ত করতে গিয়ে অনেক পাকিস্তানি ও আন্তর্জাতিক ক্রিকেটার, কোচ, নির্বাচক, গণমাধ্যমের কড়া সমালোচনা করেছেন শোয়েব। এমনকি ছেড়ে কথা বলেননি পাকিস্তানের সাবেক রাষ্ট্রপতি পারভেজ মোশাররফকেও।

এত কিছুর পর এখন কিছুটা উদ্বিগ্ন বোধ করছেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘না, আমি মোটেও উদ্বিগ্ন নই। এটাই সত্যি। আর সত্য বলতে কেউ ভয় পাবে কেন?’— টাইমস নিউজ নেটওয়ার্ক  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.