আমাদের কথা খুঁজে নিন

   

আক্ষেপ

আসুন আমরা সৎ ভাবে চলি প্রায় এক বছর পর দেশে আসলাম। ইছ্ছা ছিল এ ২মাসের ভিতর সবাই মিলে কক্‌সবাজার ও সিলেট যাব। কিন্তু দেশে এসে মনটা খারাপ হয়ে গেল। দেশের এই অস্হিতিশীল পরিবেশের কারনে আব্বু আম্মু কোথাও যেতে দিচ্ছে না। এর জন্য কে দায়ী? বিরোধী দল নাকি সরকার? আমার মতে দুই জনই দায়ী।

বিরোধী দল এত হরতাল দিচ্ছে তাতে দেশের ক্ষতি হলে ও তাদের কিছু যায় আসে না। যাদের দেশের জন্য কোন চিন্তা নাই তারা নাকি আবার দেশ চালাতে চায়। অপরদিকে সরকারি দল ও ক্ষমতার লোভ সামলাতে পারতেছেন না। দেশ গোল্লায় যাক তবে ক্ষমতা হাতছাডা করা যাবে না। দেশের অর্থনৈতিক ক্ষতি হওয়া স্বত্বেও তারা তত্বাবধায়ক সিষ্টেম মানতেছে না কেন? সরকার বলে জনগন তাদের সাথে আছে তাহলে তাদের এত ভয় কেন তত্বাবধায়ক নিয়ে? আসলে এদের কারো দেশপ্রেম নায় আছে শুধু ক্ষমতার লোভ।

আমরা কি কখনো একজন দেশপ্রেমি প্রধানমন্এী পাব না? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।