আমাদের কথা খুঁজে নিন

   

মুক্তিযুদ্ধপন্থিদের বিভক্ত করার ঘৃণ্য যড়যন্ত্র !

শেকল ভাঙ্গার জয়গান প্রিয় সহব্লগারগণ কোন ধরণের ষড়যন্ত্রের শিকার নিজেকে হতে দেবেন না এবং নিজের কাছে স্পষ্টও হোন । আমাদের বক্তব্যে মুক্তিযুদ্ধ দেশ ও জাতির প্রতি ভালবাসা প্রকাশ পায় সেটা আমি পছন্দ করি । কিন্তু অন্ধ আবেগে সবসময় মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ করে লাফানোরও কিছু নেই । সেই চেতনাকে সমুন্নত রাখার পাশাপাশি এটাও ভুলে যাবেন না যে এই দেশে গত ৪০ বছরে রাজাকাররাই প্রতিষ্ঠিত হয়েছে সুযোগসুবিধা পেয়েছে বেশি , তারা সম্পদের পাহাড় গড়ে তুলেছে এমনকি মন্ত্রী পর্যন্ত হয়েছে নিজেদের সংগঠনকে সুসংগঠিত শক্তিশালী করতে সমর্থ হয়েছে যেখানে মুক্তিযোদ্ধারা মানবেতর জীবনযাপনে বাধ্য হয়েছে ধুঁকে ধুঁকে পার করেছে দুঃসহ যন্ত্রণায় । কেন ? রাজাকাররা চিরকালই সংগঠিত কৌশলী সুযোগসন্ধানী শঠতায় শেয়ালের চেয়েও ধূর্ত ।

শেয়ালের ধূর্ততার কাছে অনেক সময় সিংহও পরাজিত হয় ভেড়া তো কোন ছার । কাজেই চেতনাকে সুপ্রতিষ্ঠিত করতে হলে আবেগে অন্ধ হলেই হবে না বরং কৌশলি ও গঠনমূলক হতে হবে । সমাজনীতি অর্থনীতি আইনের শাসন প্রতিষ্ঠা দূর্নীতি প্রতিরোধ এসবে গঠনমূলক ভূমিকা না রেখে সারাক্ষণ দলবাজি আবেগসর্বস্ব চেঁচামেচি জাতি হিসেবে আমাদের নাটুকেপনা আর অপদার্থতাই প্রমাণ করবে । দুঃখজনক হলেও সত্য , মুক্তিযুদ্ধের স্বপক্ষীয়রা অসংগঠিত শতধাবিভক্ত কৌশলবিহীন আবেগসর্বস্ব ব্যবহৃত । বাংলা ব্লগগুলোতেই দেখুন কি ব্যপক পরিমাণে গাধামো চলছে ।

বিভক্ত মুক্তিযুদ্ধের স্বপক্ষীয়দের আরো বিভক্ত দূর্বল করার জন্য ধর্মের সাথে পাকিস্তানকে রাজাকারদেরকে গুলিয়ে ফেলা হচ্ছে । একসময় 'ছাগু' শব্দটির মানে সুস্পষ্ট ছিল এখন আর তা নেই । এখন শুরু হয়েছে দল বানিয়ে গলা ফুলিয়ে চেঁচানো যাতে নিজেদের 'মুক্তিযুদ্ধপন্থি' হিসেবে প্রমাণ করা যায় , কেউ কিছুটা ভিন্নমত বা ভিন্ন এ্যাংগেলে কথা বললে বা পছন্দ না হলে সাথে সাথে তাকে 'পাকি জারজ' 'পাকিস্তানপন্থি' 'রাজাকার' 'নিজামীপুত্র' 'শিবির' 'ছাগু' ইত্যাদি টাইটেল দেয়া শুরু হয়ে যায় ব্যপক উদ্যমে দল বেঁধে । যার যাকে খুশি 'ছাগু' টাইটেল দেয়া এখন নৈমিত্তিক ব্যাপার । দেশের লোক হিসেবে দেশপ্রেমিক হওয়া ছাড়াও প্রত্যেকের ধর্মীয় পরিচয়ও আছে সেটা যথেষ্ট প্রবল চাইলেও মুছে ফেলতে পারবেন না ।

ধর্মীয় পরিচয় নির্বিশেষে দেশকে ভালবাসা সবাই একাত্ম হওয়া মানে কিন্তু নিজের ধর্মীয় পরিচয় পুরোপুরি ভুলে যাওয়া নয় । নিজামীরা এদেশের মানুষের ধর্মীয় অনূভুতিকে প্রচুর পরিমাণে ব্যবহার করে ফায়দা লুটেছে ৪০ বছরে , তার আগে এবং এখনও । তারা মুক্তিযুদ্ধের স্বপক্ষীয় শক্তিকে এই কৌশলে ধর্মবিরোধী হিসেবে উপস্থাপন করে কি পরিমাণ দূর্বল করেছে সেটা সাধারণ জনগণের কাছে যান , বুঝতে পারবেন । সাধারণ অনেক লোকের সহানুভূতি তারা 'ইসলাম'এর নামে কুড়াতে সমর্থ হয়েছে , এখনো হচ্ছে , এত শত অপকর্মের খতিয়ান থাকা সত্বেও । ব্লগে সেটা বোঝা যাবে না কারণ এখানে সবাই কমবেশি উচ্চশিক্ষিত লোক ।

তবে তারা যে দীর্ঘসময় ধরে সাধারণ জনগণকে বোকা বানাতে পারছে সেটার সুযোগ তাদের আমরাই দিয়েছি আমাদের নির্লিপ্ততা ও দায়িত্বজ্ঞানহীনতার কারণে । এখানেও চলছে একই ষড়যন্ত্র । যারা নিজেদের মুক্তিযুদ্ধপন্থিদের ভিড়ে মিশিয়ে দিয়ে সেটাকে সম্প্রদায়গত বিদ্বেষ ছড়ানোর ঢাল হিসেবে ব্যবহার করে । মুক্তিযুদ্ধপন্থিদের বিরাট অংশকে 'চয়েস' আর 'প্যারানয়েড' এর গোলকধাঁধায় ফেলে বিভ্রান্ত , দ্বিধাবিভক্ত করতে চায় , মুক্তিযুদ্ধপন্থিদের দূর্বল করতে চায় । তারা দেখাতে চায় মুক্তিযুদ্ধপন্থি মানে ধার্মিক হতে পারে না , ধার্মিক মানেই 'পাকিস্তানপন্থি' 'রাজাকারপন্থি' , তাদের ক্ষুদ্র ঘৃণ্য সাম্প্রদায়িক বিদ্বেষী দলটি এভাবেই তারা ভারি করতে চায় , চিরকালই 'অগুরুত্বপূর্ণ' তারা এভাবেই গুরুত্ব পেতে চায় ।

বাংলাদেশের মানুষ খুব ধার্মিক না হলেও অনেক ধর্মভীরু , সরল । তারা মুক্তিযুদ্ধকে ভালবাসে হয়তো তার চেতনাকে কাজে লাগিয়ে সার্থকতায় পৌঁছাতে পারে না । একইভাবে তারা ধর্ম পুরোপুরি পালন করতে না পারলেও তাদের ধর্ম ইসলাম , আল্লাহ ও নবী(সাঃ)কে অন্তর দিয়ে ভালবাসে । যখন কোন কুকুর তাদের এইসব অনূভুতিকে নিষ্ঠুরভাবে পদাঘাত করে ... তারা সবাই সরব না হলেও নীরব যন্ত্রণায় আহত অন্তঃক্ষরণে রক্তাক্ত হয় । এমনিতেই যেখানে বিভক্তি ও বিভ্রান্তির শেষ নেই সেখানে আরো শতধাবিভক্ত করে এরা কোন উদ্দেশ্য হাসিল করতে চায় ? আপনি বা আরো অনেক 'সুশীল' মহানবীকে(সাঃ) কে গালি দিলে যখন চুপ থাকেন নীরবতা পালন করেন ... তখন 'মুক্তিযুদ্ধের' চেতনা ভয়ানক প্রশ্নবিদ্ধ হয় , মনের ভেতর ঘৃণা আর ঘৃণাই সৃষ্টি হয় , কারণ তখন এইসব ষড়যন্ত্রী হিন্দু চরমপন্থি মৌলবাদিদের ঠেকাতে তথাকথিত 'ছাগু' দেরই সাধারণতঃ দৌড়ে আসতে দেখি , সুশীলরা দেখেও না দেখার ভান করে থাকেন ।

এরকম কেন হবে ? আমার ও এই বাংলার মাটির অধিকাংশ মানুষের প্রাণের চেয়ে প্রিয় মুহাম্মদ (সাঃ) গালি দিলে যা খুশি তাই বললে সেটা দেখেও যদি 'সুশীলতা'র দায়ে চুপ থাকতে হয় ___ তো সেই মুক্তিযুদ্ধ সেই চেতনার সেই স্বাধীনতার সেই দলের সেই সুশীলের আমার দরকার নাই । আমি জানি আমি একা নই ... এটা আরো অনেকের মনের কথা । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.