আমাদের কথা খুঁজে নিন

   

গাজীপুরে পোশাক কারখানায় অসন্তোষ

এরপর বেতন পরিশোধের আশ্বাস দিয়ে কর্তৃপক্ষ কারখানায় একদিনের ছুটি ঘোষণা করেছে।
হোতাপাড়া এলাকায় গিভেন্সি গার্মেন্টেস কারখানায় মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী সুপারিনটেনডেন্ট (এএসপি) মো. মোশাররফ হোসেন জানান, জুন মাসের বেতনের দাবিতে গত ১০ জুলাই শ্রমিকরা বিক্ষোভ ও কর্মবিরতি করে।
ওই সময় ১২ ও ১৩ জুলাই কিছু শ্রমিকের বেতন দেয়া হয়। বাকিদের বেতন রোববার (১৪ জুলাই) পরিশোধ করার প্রতিশ্রুতি দেয় কর্তৃপক্ষ।


কিন্তু ওইদিন সকালে শ্রমিকরা কারখানায় গিয়ে দেখে ১৪ ও ১৫ জুলাই কারখানা বন্ধ রাখার নোটিশ দেয়া হয়েছে।
মঙ্গলবার সকালে শ্রমিকরা কাজে যোগদান করেই কর্মবিরতি শুরু করে। এ সময়ে শ্রমিকরা বেতন দেয়ার দাবি জানায়।
এক পর্যায়ে উত্তেজিত শ্রমিকরা বিক্ষোভ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করে।
খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের মহাসড়কের উঠতে বাধা সৃষ্টি করে।


ওই অবস্থায় শ্রমিকরা কারখানার সামনের বিক্ষোভ করতে থাকে।
পরে কর্তৃপক্ষ আগামীকাল বেতন পরিশোধ এবং মঙ্গলবার কারখানায় ছুটি ঘোষণা দিলে শ্রমিকরা শান্ত হয়।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.