আমাদের কথা খুঁজে নিন

   

টাইসন গের সঙ্গ ছাড়ল অ্যাডিডাস

ডোপ টেস্টে পজিটিভ হয়েছেন। ৩০ বছর বয়সী টাইসন গের ক্যারিয়ারে এটি বড় ধাক্কা, বলার অপেক্ষা রাখে না। সর্বকালের দ্বিতীয় দ্রুততম মানবের গায়ে এবার লাগল আরেকটা ধাক্কা। তাঁর সঙ্গে স্পনসরশিপ চুক্তি স্থগিত করেছে বিশ্বখ্যাত ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস।
চুক্তি স্থগিত করার কারণটা সহজেই অনুমেয়।

ডোপপাপের কলঙ্ক যাঁর গায়ে, তাঁর সঙ্গে সম্পর্ক রেখে কেন নিজেদের সুনাম নষ্ট করতে যাবে অ্যাডিডাস? নিজেদের সিদ্ধান্তটা তাই দ্রুতই জানিয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি। শুধু স্থগিত নয়, আশঙ্কা আছে চুক্তি বাতিলেরও। অ্যাডিডাসের মুখপাত্রের কথায়ও তা স্পষ্ট, ‘গের বিরুদ্ধে সম্প্রতি যে অভিযোগ উঠেছে, তাতে আমরা মর্মাহত। তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করার আগ পর্যন্ত তাঁর সঙ্গে আমাদের চুক্তি স্থগিত থাকবে। আর যদি তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় বা তাঁর শরীরে নিষিদ্ধ কোনো উপাদান পাওয়া যায়, তাহলে চুক্তি থেকে সরে আসতে বাধ্য হব আমরা।


বার্তা সংস্থা রয়টার্স জানায়, ২০০৫ সাল থেকে অ্যাডিডাসের সঙ্গে চুক্তিবদ্ধ টাইসন গে। এ বছর ১০০ মিটারে সেরা তিনটি টাইমিং করা এই অ্যাথলেট গত পরশু জানান, ডোপ টেস্টে পজিটিভ হয়েছেন তিনি। ঘণ্টা তিনেক পরই খবর বেরোয়, পজিটিভ হয়েছেন সবচেয়ে বেশি ৮৮ বার ১০ সেকেন্ডের নিচে ১০০ মিটার দৌড়ানো আসাফা পাওয়েলও। বোল্ট-সতীর্থ পাওয়েল চুক্তিবদ্ধ চীনের ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান লি নিংয়ের সঙ্গে। তবে এখন পর্যন্ত পাওয়েলের সঙ্গে থাকা স্পনসরশিপ চুক্তি সম্পর্কে কোনো সিদ্ধান্ত নেয়নি লি নিং কর্তৃপক্ষ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.