আমাদের কথা খুঁজে নিন

   

ফতুল্লায় পুলিশের উপর শিবিরের হামলা

এছাড়া তারা দুটি ট্যাঙ্কলরি ও একটি ট্রাকে আগুন দেয় এবং ১০-১২টি যানবাহন ভাংচুর করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পাগলায় ফতুল্লা মডেল থানার এসআই বাশারের নেতৃত্বে একদল পুলিশ টহল দিচ্ছিল।
দুপুর দেড়টার দিকে শিবিরের ২০-২৫ জন নেতাকর্মী হরতাল সমর্থনে মিছিল বের করে।
মিছিলটি ঢাকা-পাগলা-নারায়ণগঞ্জ সড়কে এসে অতর্কিত যানবাহন ভাংচুর করতে থাকে এবং টহলরত পুলিশের একটি পিকআপ ভ্যান চারদিকে ঘিরে রেখে পুলিশ সদস্যদের বেধড়ক পিটিয়ে আহত করে।
এতে এসআই বাশার, সুবেদার সুখদেবসহ সাত পুলিশ আহত হয়।


পরে পুলিশ অ্যাকশনে গেলে শিবিরের নেতাকর্মীরা পালিয়ে যায়।
এ সময় তারা দুটি ট্যাঙ্কলরি ও একটি ট্রাকে আগুন দেয়। এছাড়া বাস, কভার্ডভ্যান, ট্রাক, অটো রিকশাসহ ১০-১২টি যানবাহন ভাংচুর করে।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, শিবিরের লোকজন দুই গ্রুপে এসেছিল। এক গ্রুপ পুলিশের উপর হামলা চালায়।

আর অন্য গ্রুপ যানবাহনে আগুন দেয়।
পুলিশ এ ঘটনায় সাইফুল নামের একজনকে আটক করেছে বলেও তিনি জানান।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.